বলিউড বাদশা শাহরুখ খান।নাম যশ অর্থ প্রতিপত্তি কোনোটাতেই খামতি নেই।দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে তার কোটি কোটি ভক্ত। সাফল্য তাঁর সামনে মাথানত করেছে।তার প্রসাদোপম বাড়ি ‘মন্নত’ মুম্বাইয়ের অন্যতম আকর্ষণ।হাজার হাজার শাহরুখ ফ্যান রোজ ভিড় জমান সেই প্রাসাদের সামনে।মন্নতে থাকা শাহরুখ একদা থাকতেন ছোট্ট একটি ফ্ল্যাটে।একটা সময় ঐ ছোট্ট ঘরেই কত রাত জেগে কতনা স্বপ্ন দেখেছে শাহরুখ।তার স্বপ্ন পূরণ হয়েছে।আকাশ ছুঁয়েছে তার সাফল্য।তাই স্বপ্নের নগরীতে নিজের মন্নত তৈরী করেছে শাহরুখ।
এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে।শুরুটা এত বর্ণোজ্জ্বল ছিল না শাহরুখের। বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ কিং খান বলিউডের বাদশা হয়েছেন।একটা সময় পায়রার খোপের মত ছোট্ট ফ্ল্যাটে থাকতেন শাহরুখ গৌরী।আর সেটাও ছিল ভাড়ার ফ্ল্যাট।সেই সময়কার পুরনো কথা ভাগ সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখের কাছের এক বন্ধু।
মুম্বইতে আসার পর শাহরুখের প্রথম বন্ধু ছিল চাঙ্কির ভাই চিক্কি পান্ডে।আর সেই সময় শাহরুখ বলিউডে স্ট্রাগল করছেন।তার পাশে ছিল স্ত্রী গৌরী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাঙ্কি পান্ডে জানিয়েছেন, মুম্বইয়ে আসার পর শাহরুখের প্রথম বন্ধু ছিল তার ভাই চিক্কি পান্ডে।সেই সময় শাহরুখ আর গৌরী ছোট্ট একটা ভাড়ার ফ্ল্যাটে থাকতেন।মাঝেমধ্যেই শাহরুখ আসতেন চিক্কির সঙ্গে দেখা করতে।সব বন্ধুরা মিলে ভাড়া করা ভিডিও ক্যাসেট দেখতেন।
চাঙ্কি পান্ডে বলেন, তিনি সেই সময় থেকেই বিশ্বাস করতেন শাহরুখ একদিন সুপারস্টার হবেন।
চাঙ্কির কথায়, ’’ শাহরুখের মধ্যে সেই সময় থেকেই একটা ‘আগুন’ ছিল। মারাত্মক আত্মবিশ্বাস। পরিশ্রম করার অদম্য ক্ষমতা।আজও ও এতটুকু বদলায়নি।’’
একটা সময় খুব কষ্ট করতে হয়েছে তাকে।আর সাফল্যের চূড়ায় পৌঁছেও এতটুকু বদলাননি তিনি।পরিশ্রম করে নিজের জায়গা তৈরী করেছেন।তাই তো আজ কোটি কোটি ভক্ত তার গল্প শুনে অনুপ্রানিত হয়।
Discussion about this post