বলিউডে অ্যাকশন মুভিতে জনপ্রিয় সানি দেওল। কেরিয়ারে বেশিরভাগ ছবিতেই অ্যাকশন সিকোয়েন্স ঝর তুলেছে অভিনেতা।এক হাতে নলকূপ উপড়ে ফেলাই হোক বা পেল্লাই চাকা হাতে তুলে ঘুরিয়ে দেওয়া। তার গায়ের শক্তি আর তেজ সম্বন্ধে ওয়াকিবহাল দর্শক।কিন্তু বাস্তবে তিনি কেমন!রাগ হলে কি করেন সানি ?বাস্তবেও কি রাগ হলে মেজাজ হারিয়ে ফেলেন তিনি?তার কর্মকান্ডের ব্যাপারে জানাল ভাই ববি।সানি ও ববি দুজনের ই বলিউডে বেশ দাপট রয়েছে।
গত বছর ই ‘গদর 2’ মুক্তি পেয়েছে। ৫০০কোটির ব্যবসা করেছে এই ছবি।পাশাপাশি দীর্ঘদিন পর বড়ো পর্দায় দেখা পাওয়া যায় ববি দেওলকেও।গত বছরের শেষে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’।গোটা ছবিতে মোটে ২০ মিনিট গিয়েছে তাঁকে,আর এইটুকু সময়েই কামাল করেছেন ববি।অভিনয় প্রশংসা পেয়েছে।
বলিউডে দুই ভাই ই অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত।বিশেষত সানি দেওল।তাকে দর্শক রাগী চরিত্রে দেখতেই ভালোবাসে।তবে বাস্তব জীবনে কেমন সানি? জানালেন ববি।
সম্প্রতি ‘দেওল ব্রাদার’এসেছিল কপিল শর্মার কমেডি শোতে।সেখানেই সানির মেজাজ নিয়ে বেশ কিছু কথা জানিয়েছেন ববি।ববির কথায় সানি দেওল নাকি ‘সুপারম্যান’-এর সমতুল্য।তার পিঠে একাধিক অস্ত্রোপচার হয়েছে,তবু যেকোনো অ্যাকশন সিন এ খুব সাবলীলভাবেই কাজ করেন তিনি।তার মারপিট,মেজাজ,শক্তি সবটাই স্ক্রিনে।কিন্তু বাস্তব জীবনে মিষ্টভাসী সানি।বাচ্চাদের মতো তার ঘর টেডি বিয়ার দিয়ে সাজানো। তবে রেগে গেলে নিজের গাড়ি কাচ ভাঙতেও দুবার ভাবেনা সানি।
ববির জানিয়েছেন, ‘‘দিন কয়েক আগে আমি নীচে গিয়েছিলাম হাঁটতে। সেই সময় দেখি সানি ভাইয়ার গাড়ির কাচে চিঁড়। আমি জিজ্ঞেস করলাম, কী ভাবে হল এটা? গাড়ির চালক বললেন, দাদা এক দিন খুব রেগে ছিলেন। হাত দিয়ে ঘুষি মারেন ওখানে। ফেটে যায় কাঁচটা।’’
রাগের মাথায় নিজের গাড়ির কাচ ভাঙলেও,কাওকে আক্রমণ করেননা সানি।আর বলিউডে তার অ্যাকশন এর জন্যই তো তিনি এত জনপ্রিয়। আবারও বড়ো পর্দায় বড়ো কোনো প্রজেক্টে তাকে দেখতে অপেক্ষায় দর্শক মহল।
Discussion about this post