প্রায়ই চর্চায় থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।অভিনয়ের পাশাপাশি নতুন দায়িত্ব পেয়েছেন তিনি।রাজনীতিতে এসেছেন কঙ্গনা।লোকসভা নির্বাচনে এ বার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি।এদিকে নতুন ছবি ও আসছে কঙ্গনার।রাজনীতি আর অভিনয় সমান তালে করছে।কিন্তু ‘ইমার্জেন্সি’ ছবি মুক্তির দিন আরও পিছিয়ে গেল।তাহলে কি রাজনীতির জন্যই অভিনয় জগৎ থেকে পিছিয়ে পড়ছেন কঙ্গনা!
ছবি মুক্তির দিন পিছিয়ে আপাতত ভোটে ব্যস্ত কঙ্গনা।দেশের কাজে মন দিয়েছেন অভিনেত্রী।তাই সিনেমার থেকে রাজনীতি কেই বেশি সময় দিচ্ছেন কঙ্গনা।
মণিকর্ণিকা ফিল্মস প্রযোজনা সংস্থার তরফ থেকে এবিষয় পোস্ট করা হয়েছে।
পোস্টে লেখা হয়েছে, ‘‘আমাদের রানি কঙ্গনার জন্য আমাদের হৃদয়ে রয়েছে একরাশ ভালবাসা। তিনি এখন দেশকে ও দেশের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন পিছিয়ে গেল। কবে এই ছবি মুক্তি পাবে তা শীঘ্রই আপনাদের জানাব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’’
ছবিটি মুক্তির কথা ছিল ২০২৩-এর ২৩ নভেম্বর।এর পর জানানো হয় ছবি মুক্তি পাবে ২০২৪-এর ১৪ জুনে।অথচ লোকসভা নির্বাচনের জন্য আরো পিছিয়ে গেল ছবি মুক্তির দিন।
ভোটের কাজে ব্যস্ত অভিনেত্রী।তাহলে কি এবার আস্তে আস্তে অভিনয় জগৎ থেকে সরে যাবেন অভিনেত্রী!পুরোদমেই রাজনীতি করবেন কঙ্গনা!সেটা সময় বলবে।
Discussion about this post