খুব শীঘ্রই বাংলায় মুক্তি পেতে চলেছে পুষ্পা ২। এই বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবিটি। তার আগে প্রকাশ্যে এল আল্লু অর্জুন অভিনীত এই ছবিটির টাইটেল ট্র্যাক। তবে একটা ভাষায় নয়। একাধিক ভাষায়। কিন্তু তার মধ্যে স্বাভাবিক ভাবেই নজর কাড়ল পুষ্পা পুষ্পা গানটির বাংলা ভার্সন।
পুষ্পা ২ ছবিটির টাইটেল ট্র্যাক বাংলায় ভাষায় গেয়েছেন তিমির বিশ্বাস। আর গানটির লিরিক্স লিখেছেন শ্রীজাত। মাত্র কয়েক ঘণ্টায় এই ভিডিয়োটি প্রায় ১ লাখ ভিউজ পেয়েছে। বলাই বাহুল্য র্যাপ আর জমাটি লিরিক্সে জমে গিয়েছে এই গানটি।
তবে পুষ্পা ২ ছবিটির টাইটেল ট্র্যাক এক নয়। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। টি সিরিজের তরফে এই গানটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালম, বাংলা ভাষায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে তামিল এবং তেলুগু ভাষায় গানটি গেয়েছেন নকাশ আজিজ এবং দীপক ব্লু। হিন্দি ভার্সনটি গেয়েছেন মিকা সিং এবং নকাশ আজিজ। বিজয় প্রকাশের কন্ঠে শোনা যাবে কন্নড় ভাষার গানটি। রণজিৎ গোবিন্দ মালয়লি ভাষায় গেয়েছেন পুষ্পা পুষ্পা গানটি।
টিজার থেকেই ঝড় তুলেছিল ‘পুষ্পা ২’। এবার ছবির প্রথম গান রিলিজ হতেই ধেয়ে এল সুনামি। গানেই পুষ্পার রাজত্বের গল্প শুনিয়ে দিলেন অল্লু অর্জুন। তবে এবার গানটি শুধু হিন্দি, তামিল, কন্নড়, তেলগু, মালয়ালম ভাষায় সামনে আসেনি। ‘পুষ্পা ২’এর টাইটেল ট্র্যাক বাংলা ভার্সন করল বাজিমাত।
পুষ্পা ২ ছবিটি ব্লকবাস্টার হিট পুষ্পা এর পরবর্তী ভাগ। এটি এই বছরের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাবে। সুকুমার পরিচালিত পুষ্পা ২ বা পুষ্পা: দ্য রুল ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। থাকবেন ফাহাদ ফাসিল। ইতিমধ্যেই এই ছবির পোস্টার এবং টিজার মুক্তি পেয়েছে।
Discussion about this post