চলতি বছরে তাদের নতুন সংস্করণ নিয়ে হাজির হতে চলেছে দ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল’। যা চলচ্চিত্র ও বিনোদন জগতের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব, ৭৭তম সংস্করণ নিয়ে হাজির এই চলচ্চিত্র উৎসব ।তবে এবারের এই অনুষ্ঠান কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? জেনে নেওয়া যাক।
আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।মূলত দক্ষিণ ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে ‘কান চলচ্চিত্র উৎসব’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল হলিউডের প্রথম সারির বহু তারকারা, জর্জ লুকাস, মেরিল স্ট্রিপ , ডেমি মুর প্রমুখরা থাকছেন।১৯৩৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ভেনিস চলচ্চিত্র উৎসব’-এর বিকল্প হিসেবে এই ফিল্ম ফ্যাস্টিভ্যাল ‘কান চলচ্চিত্র উৎসব’। শুধুমাত্র ১৯৪৬ সালে আর্থিক সমস্যার জন্য ছাড়া এই চলচ্চিত্র উৎসব প্রতিটি বছরই তাদের নতুন সংস্করণ নিয়ে হাজির হয়েছে।
১৯৩৯ সাল থেকে শুরু হয় ‘কান চলচ্চিত্র উৎসব ‘, যা বিশ্বের সর্ববৃহৎতম চলচ্চিত্র উৎসব। এরপর ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব সংগঠিত হয়। তবে এই প্রথা ভাঙে ১৯৪৮ ও ১৯৫০ সালে আর্থিক সমস্যার কারণে ওই দুই বছর চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়নি । এই ৭৭তম কান চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৪ ই মে থেকে আর শেষ হচ্ছে ২৫ মে । ৬ই মে, সোমবার হবে ছবি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণীর পুরো সূচি ঘোষণা করা হয়ে গেছে । ২৫ মে হবে সমাপ্তি অনুষ্ঠান, সেখানে বছরের শ্রেষ্ঠ ছবি টিকে পুরস্কৃত করা হবে । এই চলচ্চিত্র উৎসবটি সম্প্রচারিত হবে ফ্রান্সের জনপ্রিয় ‘ফ্রান্স ২’ নামে একটি চ্যানেলে।
এই ‘কান’ চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপার জন্য মনোনীত করা হয়েছে ২২টি সিনেমা।
কে এল রাহুল এবং আথিয়া শেট্টির সংসারে নতুন অতিথি। বহু জল্পনা তৈরি হয়েছিল সমাজমাধ্যমে। শুক্রবার এই খবর নিজেরাই জানালেন। গত...
Read more
Discussion about this post