১২ই জুলাই মহা সমাহরে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এর বিবাহ অনুষ্ঠান। এক ঝাঁক তারকাদের মেলা বসে ছিলো এই বিবাহ অনুষ্ঠান। প্রাক বিবাহ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বহু তারকা। রাজনৈতিক মহল, ক্রিকেট মহল সহ বলিউড এর বহু তারকাই আমন্ত্রিত ছিলেন আম্বানি পরিবারের এই বিবাহ অনুষ্ঠানে। তেমন ভাবেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড এর বিগ বি অর্থাৎ বচ্চন পরিবার। তবে যেন ফের একবার একটি ফ্রেম উস্কে দিল বিচ্ছেদের জল্পনা। তাঁরা হাজির হলেন একই অনুষ্ঠানে, কিন্তু একসঙ্গে না। ফ্রেমবন্দি হলেন বটে, কিন্তু সেটিও পৃথক। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে ফের একবার প্রকাশ্যে চলে এল বচ্চন পরিবারের বিচ্ছেদের চিত্র। আম্বানি পরিবারের অনুষ্ঠান উপলক্ষ্যেই ১২ জুলাই বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও কনভেনশন সেন্টারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চন। তাঁদের সঙ্গেই দেখা গেল শ্বেতা বচ্চন , নব্যা নভেলি ও অভিষেক বচ্চন কে। তবে দেখা গেল না পরিবারের আরও দুই সদস্য ঐশ্বর্য্য আর আরাধ্যাকে।
তারপর থেকেই অনুরাগীদের মধ্যে গুঞ্জন,বচ্চন পরিবারের পুত্রবধূ আর নাতনি কোথায় ?
যদিও দেখা গেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য্যও, তবে বচ্চন পরিবারের সঙ্গে নয় শুধুমাত্র মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। শ্বশুরবাড়ির কারও সঙ্গেই কথা বলতেও দেখা যায়নি ঐশ্বর্য্যকে। পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা গেল না তাকে। আর সেটাই প্রকাশ্যে আনলো অভিষেক ঐশ্বর্য্যের সম্পর্কে ভাঙনের সুর। এর আগেও বেশ কিছু ঘটনা উস্কে দিয়েছিলো তাঁদের বিচ্ছেদের গুঞ্জন, এর আগে ঐশ্বর্য্যের জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি তার স্বামী অভিষেকের তরফে। ঐশ্বর্য্য নিজের জন্মদিনটা শুধুমাত্র মেয়েকে নিয়েই কাটিয়েছিলেন। সমাজমাধ্যমে পুত্রবধূ ঐশ্বর্য্যকে আনফলোও করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন।
শুধুমাত্র এই একটি ঘটনাই নয়, বারংবার সামনে এসেছে ঐশ্বর্য্য ও অভিষেকের মধ্যে দূরত্ব ও পারিবারিক বিবাদ। এমনকি গোটা বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছে ঐশ্বর্য্যের তেমন গুঞ্জনও ছড়িয়েছিল সমাজমাধ্যমে। কিন্তু এরই মাঝে সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যাও, দুজনই সামিল হয়েছিল পারিবারিক আনন্দ অনুষ্ঠানে। সেই সঙ্গে বিবাহবার্ষিকীর দিন অভিষেক-ঐশ্বর্য্যর একসঙ্গে ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেকবচ্চন। এরপরে অবশ্য নেটাগরিকরা অনেকেই মনে করেছিলেন, এবার বোধহয় দূরত্ব মিটে গিয়েছে অভিষেক ও ঐশ্বর্য্যের। তবে আবারও অম্বানি পরিবারের অনুষ্ঠানের ঘটনা ফের যেন উস্কে দিল সেই ভাঙনের জল্পনাই। একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এক ফ্রেমে ফ্রেমবন্দী হলেন না বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য্য ও আরাধ্যা। আর এই ঘটনাই আবারও নতুন করে গুঞ্জন সৃষ্টি করল, ফের সম্পর্কে ভাঙন? নাকি কখনও সম্পর্কের উন্নতিই হয়নি অভিষেক ঐশ্বর্য্যর?
Discussion about this post