রতন টাটা ইস নট জাস্ট এ নেম, ইটস আ ব্র্যান্ড! রতন টাটা এই নামটা শুনলেই মাথায় আসে তার উদার মানসিকতার কথা। গোটা বিশ্বের মধ্যে বিখ্যাত একজন শিল্পপতি হওয়া সত্ত্বেও তাঁর দুস্থদের প্রতি মমত্ববোধ তাঁকে সাধারণ মানুষের চোখে শীর্ষ আসনে বসিয়েছিল। তাঁর এই উদার মানসিকতার জন্য তাঁকে সাধারণ মানুষ শ্রদ্ধা ও ভক্তি করে এসেছেন বহুদিন ধরেই
৯ অক্টোবর ২০২৪, শিল্প জগতে এক অন্যতম তারকা, শিল্পপতি রতন টাটার মৃত্যু হয়েছে। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দুনিয়া। ফলে অন্যান্য তারকা থেকে সাধারণ মানুষ টাটার মৃত্যুতে হৃদয় ভারাক্রান্ত সকলেই। কিন্তু রতন টাটার জীবনের এক অজানা গল্প আচমকাই সামনে নিয়ে এলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।
সম্প্রতি অমিতাভের বিখ্যাত শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁরই মুখে শোনা গেল রতন টাটার নাম। এবং কীভাবে টাটা সে সময় টাকা ধার নিয়েছিলেন অমিতাভের কাছ খেকে, তাও তিনি গল্পের আকারে দর্শকের শুনিয়েছেন। মূলত,’কেবিসি’-র সর্বশেষ পর্বে দেখা যাবে ফারাহ খান ও বোমান ইরানিকে। আর তাঁদের সঙ্গে কথা প্রসঙ্গেই রতন টাটাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যায় অমিতাভকে। অবশ্য এর আগেও তিনি নিজের কুইজ শো থেকে রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।
রতন টাটা সম্পর্কে অমিতাভ কি বলেছিলেন জানেন?
রতন টাটা সম্পর্কে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন, টাটা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান খুব দয়ালু মানুষ ছিলেন। হৃদয় ছিল পবিত্র। আর একেবারে মাটি্র মানুষ। অমিতাভকে বলতে শোনা গেল, ‘আমি বলে বোঝাতে পারব না তিনি কেমন মানুষ ছিলেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন।’
এরপরই অমিতাভ জানিয়েছেন একবার ফ্লাইটে দেখা হয়েছিল অমিতাভ ও রতন টাটার। দুজনে একই ফ্লাইটে ভ্রমণ করছিলেন। তারা একসঙ্গে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু বিমানবন্দর নেমে দেখা যায় রতন টাটাকে নিতে আসা লোকজন চলে গেছে। সেইসময় অমিতাভ দেখেন পাবলিক টলিফোন বুথে গিয়ে কাউকে ফোন করছেন শিল্পপতি।
এর পরের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বললেন, ‘কিছুক্ষণ পর আমার কাছে এসে জিজ্ঞেস করল, অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নেই। অমিতাভ বচ্চন জানান, ওইদিন প্রথমে টাটাকে চিনতেই পারেননি তিনি। সেদিন শিখেছিলেন যে, একজন ব্যক্তির বিনয়ী হওয়া উচিত।’ প্রসঙ্গত, ২০০৮ সালে রতন টাটা ভারত সরকারের তরফে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা “পদ্মবিভূষণ” পেয়েছিলেন।
Discussion about this post