প্রি ওয়েডিং এই হয়েছিল এলাহী আয়োজন।যা দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল।এবার বিয়েতে কি আয়োজন হতে চলেছে তা সকলেই একবার আন্দাজ করতে পেড়েছে।এবারেও আয়োজনে কোনো খামতি রাখছেন না শিল্পপতি আম্বানি।তারকা সমাগম হবে তা বলা বাহুল্য।ভারতের ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলেছে বছরজুড়েই। একবার গুজরাটের জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠান হল।তারপর ইতালিতেও জমে উঠেছিল বিয়ের আসর।আর এবার মুম্বইতে বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান রয়েছে।জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে।কারা কারা পারফর্ম করবেন জানেন?
প্রাক বিয়ের আসরে মার্ক জুকার বার্গ থেকে শুরু করে বিল গেটস এর মতো বর বর শিল্পপতিরা এসেছিলেন।পারফর্ম করতে এইছিলেন হলিউড স্টার রিহানা।বলিউডের খ্যাতনামা অভিনেতারা ছিলেন নিমন্ত্রিতদের তালিকায়।আর এবার তো আসল বিয়ে।আসল বিয়েতে কতটা জাঁকজমক হবে তা দেখার অপেখ্যায় সবাই।আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।বিয়ের আগে রয়েছে সংগীতানুষ্ঠান।আগামী ৫ জুলাই বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংগীতানুষ্ঠানে কারা কারা পারফর্ম করবেন তা নিয়েও অনেক কৌতূহল রয়েছে। জানা গেছে জনপ্রিয় মার্কিন পপ গায়ক জাস্টিন বিবার পারফর্ম করবেন সংগীতানুষ্ঠানে।ইতোমধ্যে মুম্বাইয়ে পা রেখেছেন এই পপ শিল্পী।পারফর্ম করার জন্য আম্বানি পরিবার জাস্টিনকে দিচ্ছে ১০ মিলিয়ন ডলার।যা ভারতীয় মুদ্রায় ৮৩ কোটি টাকা। জাস্টিন বিবার ছাড়াও জন অ্যাডেল,ড্রেক এবং লানা ডেল রে-এর মতো বিখ্যাত শিল্পীদের কেও পারফর্ম করার জন্য আমন্ত্রন জানাতে পারে আম্বানি পরিবার। এদিকে বিয়ের উৎসবে পারফর্ম করার সাথেও আলোচনা চলছে বলে জানা গেছে। প্রাক বিয়ের থেকেও বেশি জমজমাট হবে বিয়ের আসর।আগামী 12ই জুলাই চার হাত এক হচ্ছে অনন্ত ও রাধিকার।
Discussion about this post