সম্প্রতি শুরু হয়েছে বিগ বস সিজন থ্রি। বিগত সিজন গুলির পর সকলেই জানে বিশাল চমকের ভান্ডার নিয়ে হাজির হয় এই শো। আর এবার বিগ বস শুরুতেই চমক। বিভিন্ন অংশগ্রহণকারী সঙ্গে এবারের বিগ বসের ঘরে এসেছেন চন্দ্রিকা দীক্ষিত। তবে তার আরও একটি পরিচয় আছে আর সেই কারণেই এসেই সবার নজর কেড়েছেন তিনি। আগে থেকেই ইন্টারনেট সেনসেশন চন্দ্রিকা দীক্ষিত । তাঁকে কিন্তু গোটা দেশ বড়া পাও গার্ল হিসেবেই চেনে। কারণ, আমরা সকলেই জানি মুম্বইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও, আর সেই বড়া পাও চন্দ্রিকা বেচেন দিল্লিতে।
অনেক বড়া পাও বিক্রেতা রয়েছে সেখানে তবে চন্দ্রিকা কিন্তু যেমন-তেমন বিক্রেতা নন তিনি সেলিব্রিটি। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা প্রায় ৪ লক্ষ ছুঁইছুঁই। আর সেই ভাইরাল গার্লকেই এবার আনা হয়েছে বিগ বসের ওটিটি সিজন থ্রি-তে।চন্দ্রিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। তার একটি ফ্যান পেজের তরফ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেই ভিডিও সারা ফেলেছে সমাজ মাধ্যমে।সেই ভিডিও তে দেখা যাচ্ছে, তিনি বিগ বসের বাকি হাউসমেটের সঙ্গে কথা বলছেন এবং সেখানে দিল্লির নানা ঘটনার কথাও বলছিলেন। সেখানেই চন্দ্রিকা খোলসা করেন তাঁর আয়ের বিষয়টি । তিনি বলছেন বড়া পাও বেচে তিনি প্রতিদিন আয় করেন ৪০ হাজার টাকা। আর কথা শুনেই রীতিমতো স্তম্ভিত হতে দেখা যায় সেখানে উপস্থিত থাকা বাকি সকলকে।
এমন আরও একটি ক্লিপ রয়েছে যেখানে দেখা যাচ্ছে বিগ বসের অন্যতম এক প্রতিযোগী অভিনেত্রী সানা মকবুল চন্দ্রিকা সম্বন্ধে বলছেন, ‘ও তো ওর ব্যবসা চালায়’ তখনই চন্দ্রিকাকে বলতে শোনা যায় ‘হ্যাঁ, ওই ব্যবসা থেকে দিনে চল্লিশ হাজার টাকা ইনকাম হয়…’, আর তা শুনেই রীতিমতো অবাক যান আরেকজন প্রতিযোগী শিবানী কুমারী– তিনি চন্দ্রিকাকে প্রশ্ন করেন সত্যিই তার ব্যবসা থেকে দিনে চল্লিশ হাজার টাকা রোজগার হয়? তার উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আমি আমার নিজের জোরে রোজগার করছি। খেটে রোজগার করছি। তুমিও কর। ফোন নিয়ে পড়ে থেকো না। নেটফ্লিক্স দেখো না, বাইরে যাও, নিজের দমে করো।’ এরপরই পুরো বিষয়টি ভাইরাল হয় সমাজমাধ্যমে। এবং এই ভাইরাল ‘বড়া পাও গার্ল ‘ তার আয়ের পরিমান সম্বন্ধে কিছুটা ধারণা দিলো দর্শকদের।
Discussion about this post