মুম্বই টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয় প্যারেডের মাধ্যমে উদযাপন করার পরে নেট মাধ্যমে হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছেন শাহরুখ খান সৃজিত মুখোপাধ্যায়রা। শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। শাহরুখ খান তার টুইটে লিখেছেন,”ছেলেদের এত খুশি ও আবেগপ্রবণ দেখে আমার হৃদয় গর্বে ভরে গিয়েছে। ভারতীয় হিসেবে এটা দারুণ এক মুহূর্ত ।আমাদের ছেলেরা আমাদের এত উচ্চতায় নিয়ে যাচ্ছে !সবাইকে ভালোবাসি আমার টিম ইন্ডিয়া। এখন সারা রাত নাচ চলুক । বয়েজ ইন ব্লু সব ব্লুজ (ক্লান্তি)গুলো কেড়ে নিক ।বিসিসিআই ,জয় শাহ এবং পুরো সাপোর্টে অভিনন্দন ।যারা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করেছে ,যাতে আমাদের ছেলেরা উপরে উঠতে পারে”।
টিম ইন্ডিয়া বৃহস্পতিবার ভারতে ফিরে এসেছে। ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোজে আটকে পড়েন তাঁরা । ফেরার পর নয়াদিল্লিতে গ্রহণ মঞ্চির নরেন্দ্র মোদির নরেন্দ্র মোদির বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপর মেদিন ড্রাইভে বিশেষ রোড শো এবং ওয়া্্ খাড়ে স্টেডিয়ামে একটি উদযাপনের জন্য মুম্বাই উড়ে যান । রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে পুরো রাস্তা জুড়ে জড়ো হওয়া ভক্তদের দেখান। উদযাপনের সময় খেলোয়াড়রা তেরঙ্গা দিয়ে নিজেদের মুড়ে নিয়েছিলেন । আর তা প্রত্যক্ষ করতে জমা হওয়ার ভিড় ছিল দেখার মতো। গিজগিজ করছিল মানুষের মাথা। সবার মুখে তখন উল্লাস এই যেন এক ঐতিহাসিক মুহূর্ত ,যা সারা জীবন থেকে যাবে স্মৃতিতে। টিম ইন্ডিয়ার জন্য সৃজিত মুখোপাধ্যায়ের তার পোস্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনের মাধ্যমে তার আবেগ প্রকাশ করলেন।তিনি লিখলেন ,’পতন -অভ্যুদয়- বন্ধুর পন্থা, যুগ -যুগ ধাবিত যাত্রী/সে চির সারথি, তব রথ চক্রে মুখরিত পথ দিনরাত্রি/দারুন বিপ্লব -মাঝে তবে শঙ্খ ধ্বনি বাজে/সংকট দু:খত্রাতা/জনগণপথপরিচায়ক জয় হে, ভারতভাগ্যবিধাতা/ জয় হে, জয় হে ,জয় হে ,জয় জয় জয় জয় হে।
Seeing the boys so happy and emotional fills my heart with pride…. As Indians this is such an amazing moment – to see our boys take us to such great heights!!! Love u all my Team India… and now dance away all night long.
Boys in Blue take away all the blues!
Big… https://t.co/zN3jUC9mvP— Shah Rukh Khan (@iamsrk) July 4, 2024
Discussion about this post