সেপ্টেম্বরে মা হতে চলেছেন বলি কুইন দীপিকা পারুকোন। ছেলে হবে নাকি মেয়ে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। এর মধ্যেই এক জ্যোতিষী জানিয়ে দিলেন দীপিকার আগত সন্তান সম্পর্কে।এবার নতুন অতিথী আসছে দীপিকা রণবীরের পরিবারে।তাঁরই অপেক্ষায় দিন গুনছে তারকা যুগল। প্রেগন্যান্সির পর বেবি বাম্প নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সম্প্রতি কল্কি ছবির প্রমোশনে কালো পোশাকে হাজির হয়েছিলেন দীপিকা।স্পষ্ট বোঝা যাচ্ছিল তার বেবি বাম্প। হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছিল।হাতে আর মাত্র দুমাস।যতই সময় এগিয়ে আসছে,উত্তেজনা আরো বাড়ছে।
এক সাক্ষাৎকারে বাচ্চা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে দীপিকা ও রণবীর বলেন,ছেলে হোক বা মেয়ে সন্তান যাতে সুস্থ থাকে সেটাই তারা কামনা করছেন। রণবীর বলেছে, দীপিকার মতোই মিষ্টি একটি মেয়ে চান তিনি।কন্যা সন্তান তাঁর ভীষণ প্রিয়। দীপিকাকে নিজের গৃহলক্ষী বলেন রণবীর।তার মতোই একটা ফুটফুটে মেয়ে চাই রণবীরের। আর এদিকে জ্যোতিষী তিনি কি বলেছেন জানেন! দীপিকা ও রণবীরের ভাগ্য চর্চা করেছেন জ্যোতিষী।দুজনের রাশি-নক্ষত্র নিয়ে বিচার করে দেখেছেন তিনি।জ্যোতিষীর গণনা বলছে, দীপিকার ভাগ্যে রয়েছে দুটো সন্তানের যোগ।তবে যমজ বাচ্চা নয়।দুবার মা হবেন দীপিকা।জানিয়েছেন ঐ জ্যোতিষী।প্রথম বার কি হবে ছেলে নাকি মেয়ে সেটাও বলে দিয়েছেন তিনি। বিয়ের প্রায় পাঁচ বছর পর প্রথম মা হতে চলেছেন দীপিকা।ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল।আর তারপর থেকেই নেট মহলে শোরগোল পরে যায়। সেপ্টেম্বরেই দীপিকার কোল আলো করে আসছে তার সন্তান।আর জ্যোতিষীর কথায় এবার ছেলে হবে দীপিকার।দীপিকার গর্ভে বড় হচ্ছে পুত্র সন্তান।সেপ্টেম্বরেই জানা যাবে জ্যোতিষীর গণনায় কতটা সত্যতা আছে!
Discussion about this post