পরিমণি। বাংলাদেশের বহু চর্চিত অভিনেত্রী। প্রায় সমবসময়ই কোনও না কোনও কারণে চর্চায় থাকেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বারবার কাটাছেঁড়া হয়েছে। কখনও সেটা স্বেচ্ছায়, আবার কখনও অনিচ্ছায়। সেই নিয়ে অবশ্য বহু বিতর্কও রয়েছে। এইবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ৬ সেকেন্ডের একটি ভিডিও। ক্যাপশনে লিখেছেন, ‘YES, I AM IN LOVE AGAIN…’
৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক যুবকের হাত ধরে রয়েছেন পরিমণি। গাড়ির মধ্যে করা হয়েছে এই ভিডিও। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। তারপরই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কমেন্টে ভরে গিয়েছে পোস্টটি। কে এই ব্যক্তি? উঠছে প্রশ্ন। তবে কি সত্যিই পরিমণি প্রেমে পড়লেন?
আবারও কার প্রেমে পড়লেন তিনি? জল্পনা একেবারে তুঙ্গে। যদিও অনেকে বলছেন পরিমণি অনেক সময় মজার ছলে বেশ কিছু পোস্ট করেন। অবশেষে জানা গেল সেটাই। ওই ব্যক্তি আসলে দেশের একজন ক্রোরিওগ্রাফার এবং একজন ফ্যাশন প্রতিষ্ঠানের স্বর্তাধিকারি। সেই ভিডিও তার প্রফাইলে আবার পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন প্রাঙ্কটা কি একটু বেশি হয়ে গেল।
জানা গিয়েছে, বছর খানেক ধরে পরিমণি একা রয়েছেন। নায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর একমাত্র সন্তানকে নিয়ে একাই জীবন কাটাচ্ছেন তিনি। কিছুদিন আগেই অভিনেত্রী বলেছিলেন, আমি এখন ডিভোর্সি। আগে যদি কিছু মন চাইত, করে ফেলতাম, প্রেম করতে চাইলেও প্রেম করতাম। কিন্তু এখন তা আর ইচ্ছে করে না।
Discussion about this post