100 কোটির উপহার পেয়ে নিজের প্রথম বাড়ি ছেড়ছিলেন অমিতাভ।অমিতাভ বচ্চনের প্রথম বাড়ি প্রতীক্ষা।পরিবারকে নিয়ে সেখানেই থাকতেন বিগ বি।কিন্তু এখন সেখানে থাকেননা।এখন থাকেন বিলাসবহুল বাংলো জলসায়।যার মূল্য 100 কোটি টাকা।কিন্তু প্রতীক্ষা ছেড়ে জলসা য় কেন এলেন বিগ বি!
বিলাসবহুল এই প্রাসাদ টি উপহারে পেয়েছিলেন তিনি।100 কোটি টাকা মূল্যের বাড়ি উপহার পেয়ে প্রতীক্ষা ছেড়ে এখানে এসে থাকার সিদ্ধান্ত নেন অভিনেতা।কিন্ত এত দামি উপহার কে দিল অমিতাভ বচ্চনকে!
অমিতাভের ‘সত্তে পে সত্তা’ ছবি সুপার ডুপার হিট হয়।বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে।আর এই ছবির জন্যই জলসা উপহার পেয়েছিলেন অভিনেতা।ছবির পরিচালক রমেশ সিপ্পি এত দামি উপহার দিয়েছিলেন।জলসার পেছনে বিন্দুমাত্র খরচ করতে হয়নি অভিনেতাকে।খোদ অভিনেতা শিকার করেছেন,তার জীবনে পাওয়া সেরা উপহার জলসা।
বর্তমানে জলসার দাম বেড়ে হয়েছে 130 কোটি টাকা।পরিবারকে নিয়ে জলসাতেই থাকেন বিগ বি।অন্যদিকে পুরোনো বাড়িটিকে বিক্রি করেননি তিনি।সেটিও রয়েছে।পুরোনো বাড়িটি সম্প্রতি সারানোর কাজ চলছে।
Discussion about this post