এখন হাতের মুঠোয় দুনিয়া।মুঠোফোনেই আপনার সব প্রশ্নের উত্তর। যোগাযোগ মাধ্যম থেকে বিনোদন মাধ্যম সবটাই হাতের মুঠোয়। ওটিটিতে পছন্দের সিরিজ দেখতে সময় কাটে অনেকের।বিশ্বজুড়ে তাই নেটফ্লিক্স এর রমরমা। সব দেশের সিনেমা সিরিজ এই প্লাটফর্মে দেখা যায়। ভারতীয় সিনেমার গ্রহণযোগ্যতা বাড়ছে। নেটফ্লিক্স এই হিসেব দিয়েছে।নেটফ্লিক্সে ভারতীয় সিনেমা সিরিজের চাহিদা বিশ্বব্যাপী অনেক বেশি। আগে সিনেমা দেখতে টিভির চোখ রাখতে হত।এখন স্মার্টফোন আসায় বাড়িতে গিয়ে টিভি দেখার অপেক্ষা করতে হয়না।বাসে,ট্রামে,মেট্রোয় কানে হেডফোন গুঁজে নিজের ফোনেই পছন্দের সিনেমা সিরিজ দেখা যায়।
নেটফ্লিক্স এর তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের সেরা ১০টি ভারতীয় সিনেমার দর্শকমহলে চাহিদা সব থেকে বেশি।বিশ্বের সেরা দশে জায়গা করে নিয়েছে ভারতের জনপ্রিয় কমেডি শো, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।এছাড়াও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ছবি।যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।তা নেটফ্লিক্সে সাফল্য পেয়েছে। ছবির নাম ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আরো একটি সিনেমা নেটফ্লিক্সে বেশ জনপ্রিয় হয়েছে। তা হল করিনা কাপূর খান, কৃতি শ্যানন ও তব্বু অভিনীত ‘ক্রু’। এখনও পর্যন্ত ১ কোটি ৭৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ছবিটি। পাশাপাশি ‘লাপাতা লেডিস’ ও রমরমিয়ে চলছে ওটিটি তে। ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত এই ছবিটি ১ কোটি ৭১ লক্ষ মানুষ দেখেছেন প্লাটফর্মে। আর কিছুদিনের মধ্যেই সেরা স্থান দখল করতে চলেছে ‘লাপাতা লেডিস’। এবার অনেক নতুন ছবিও আসছে।সেই ছবি এলে হিসেব আবার উল্টেও যেতে পারে। সব মিলিয়ে বিশ্বের দরবারে ভারতীয় সিনেমার গ্রহণযোগ্যতা বাড়ছে। মানুষ এখানকার কনটেন্ট দেখতে পছন্দ করছেন।ভারতীয় বিনোদন জগতের জন্য এর থেকে বড়ো সাফল্য আর কি হতে পারে।
Discussion about this post