নেটদুনিয়ায় তাদের ছবি সবসময়ই ভাইরাল। সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই দম্পতি। এবার হানিমুনের ছবি নিয়েও শুরু হয়েছিল জোর চর্চা। নিশ্চই বুঝতে পারছেন, কাদের কথা বলছি। কথা হচ্ছে কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে। সদ্য হানিমুন করে ফিরেই বর-বউ জ্বরে কাত হয়ে পড়েছেন। মুখে রুচছে না কোনও খাবারই। এবার জামাই কাঞ্চনের জন্য নিজের হাতে রেঁধে খাওলেন শাশুড়ি। কি খাবার খাওলেন শ্রীময়ীর মা?
চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন-শ্রীময়ী। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় ৬ই মার্চ। বিয়ের পর জমিয়ে হানিমুন সারলেন কাঞ্চন-শ্রীময়ী। গিয়েছিলেন মালদ্বীপে। তাদের নানা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। শ্রীময়ীর বিকিনি পড়া ছবি এক নিমেশেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। কখনও সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রীময়ীকে, আবার কখনও তোপের মুখে পড়েছেন কাঞ্চন। কিন্তু তাতে সাড়া দেননি কেউই। জমিয়ে হানিমুন সারতেই ব্যস্ত তারা। আর হানিমুন থেকে ফিরেই জ্বরে কাবু লাভ বার্ডস। মুখে কোনও স্বাদ না থাকায় কোনও খাবারই মুখে তুলতে পারছেন না কাঞ্চন।
তাই শাশুড়ির কাছে আবদার রাখলেন জামাই। এদিকে জামাইয়ের আবদার ফেলতে পারেননি শাশুড়িও। তাই নিজের হাতে বানিয়ে ফেললেন রাধাবল্লভী। আর সেই ছবি শেয়ার করেছেন শ্রীময়ী নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ের বাড়িতে এসে মালপোয়া, আলুরদম তৈরি করেছেন। এখন বানাচ্ছেন রাধাবল্লভী। ভিডি্ওতে শ্রীময়ী হেসে বলছেন, মা বাড়িতে এসে এতটুকু বিশ্রাম পাননি। মায়ের কাছে আবদার রেখেছেন অভিনেত্রী। পাশাপাশি কাঞ্চনও আবদার রেখেছেন নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে হবে। আর সেই মতোই রাধাবল্লভী বানিয়ে ফেললেন শাশুড়ি।
Discussion about this post