প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। শোকস্তব্ধ অভিনেত্রী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। শনিবার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
মায়ের খবর সামনে আসতেই ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। মায়ের শোকে কার্যত স্তব্ধ তিনি। খবর পতেই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন তার বন্ধুরা। পাশে রয়েছেন অভিনেত্রীর ভাই। রয়েছে আপ্তসহায়ক শর্মিষ্টা মুখোপাধ্যায়। জানা গিয়েছে, অভিনেত্রী রয়েছেন সিঙ্গাপুরে। খবর পাওয়া মাত্রই স্বামী সঞ্জয় চক্রবর্তী ও মেয়ে ঋষণাকে নিয়ে রওনা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অক্টোবর মাস থেকেই অসুস্থ ছিলেন নন্দিতা সেনগুপ্ত। তিনি বহুদিন ধরেই কিডনির সমস্যা ভুগছিলেন। ডায়ালিসিস চলছে। এদিন শারিরীক অবস্থা আরও অবনতি হয়। একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর।
জানা গিয়েছে, কাজের জন্য মাত্র দু দিনের জন্য শহর ছেড়েছিলেন অভিনেত্রী। এছড়া সবসময় তিনি মায়ের পাশেই ছিলেন। কিছুদিন আগেই সঞ্জয় চক্রবর্তী শাশুড়িকে দেখতে এসেছিলেন। বরাবরই মায়ের উপর অত্যন্ত নির্ভরশীল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। স্বাভাবিকভাবেই মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তিনি।
ইন্ডাস্ট্রির বহু মানুষ শোকজ্ঞাপন করেছেন এই খবরে। শোকজ্ঞাপন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের বহু বন্ধু, শুভাকাঙ্খীরা। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত ঠিক হয়েছে, কালীঘাটের মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে।
Discussion about this post