বর্ষায় শুরু বর্ষাতেই পরিণতি! সোমবার উল্টোরথের বর্ষামুখরিত দিনেই সাতপাকে বাঁধা পড়লেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার এক ফার্মহাউসেই আরম্বরহীন বিয়ে সারলেন শোভন-সোহিনী। জানা যায়, গত রবিবার ১৪ জুলাই দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে সেখানে পৌঁছে যান নব দম্পতি l অবশেষে ১৫ জুলাই গাঁটছড়া বাঁধলেন টলিপাড়ার বহুল চর্চিত এই যুগল।
শোভন সোহিনীর সম্পর্কের গুঞ্জন যদিও অনেক আগেই ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। তাদের ভক্ত মহল ও অনুরাগীদের মধ্যে তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ চৰ্চিত বিষয় হয়ে উঠেছিল। তবে তাঁদের বিবাহ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছিল শোভন – সোহিনী। সংবাদ মাধ্যমে তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পরলেও টু শব্দটিও করেননি নবোদম্পতি।
এবার তাঁদের শুভ পরিণয়ের পর অভিনেত্রী সোহিনী সরকার সমাজমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে লেখেন, “দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।”
বিশেষ দিনে সোহিনীর পরনে ছিল বেনারসি। সঙ্গে মানানসই সাবেক সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্য দিকে শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি।
আর এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ভক্ত অনুরাগীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন নবদম্পতিকে। সেই সঙ্গে টালি পাড়ার বহু তারকাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।
জানা গিয়েছিলো বিয়েতে সাবেকি সাজেই ধরা দেবেন সোহিনী সরকার। শুভ পরিণয়ের সন্ধ্যায় সেরকম সাবেকি সাজেই ধরা দিলেন অভিনেত্রী। গয়না, শাড়ি সব কিছুতেই ছিল বাঙালিয়ানা, সেই মতো একেবারে বাঙালি সাজে বিশেষ দিনে সাজলেন সোহিনী। এদিন মেরুন রঙের বেনারসি শাড়ি, সঙ্গে সাদা রঙের সোনালি পাড়ের ব্লাউজ পড়েছিলেন সোহিনী। শোভনও তার সঙ্গেই ম্যাচিং মেরুন ধুতি- সাদা পাঞ্জাবিতে দেখা গেল শোভনকে।
প্রসঙ্গত গত বছর যিশু সেনগুপ্তর আয়োজনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে আলাপ হয় সোহিনী-শোভনের। এরপর ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের । ঠিক তার কিছুদিন আগেই অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছিলেন সোহিনী। অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গেও শোভনের সম্পর্কও বিচ্ছেদের রূপ নিয়েছিল। ফলে নিজেদের সম্পর্কের বিষয় বরাবরই গোপন রাখতে চেয়েছিলেন চেয়েছিলেন এই যুগল। তবে মাঝেমধ্যে কোনও কারণ ছাড়াই তাঁদের একসঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন নেটদুনিয়ায়। তারপর থেকেই নেটাগরিকদের কাছে বহুল চৰ্চিত হয়ে উঠেছিল শোভন – সোহিনী। প্রেমের সম্পর্ক প্রকাশ পেলেও সেই সম্পর্ক বিয়ে অবধি গড়াবে কিনা তা নিয়ে বেশ জল্পনা ছিল টলিপাড়ায়। তবে বৃষ্টিমুখর প্রেমকে আরও এক বৃষ্টির দিনে পরিণতি দিয়ে সব জল্পনা উড়িয়ে দিলেন নবোদম্পতি।
Discussion about this post