রাখী সাওয়ান্ত বিনোদন জগতে চর্চিত নাম। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে রাখী। এবারও এক চঞ্চল্যকর তথ্যে খবরের শিরোনামে রাখী সাওয়ান্ত। আর কোনোদিন মা হতে পারবেন না রাখী। প্রেম থেকে বিয়ে ও বিচ্ছেদ সব কিছু নিয়েই অতিরিক্ত সমালোচনা হয়।
আদালতে রাখীর বিরুদ্ধে মামলা করেছিল তার প্রাক্তন স্বামী। চলতি বছর মে মাস থেকেই অসুস্থ রাখী সাওয়ান্ত। মে মাসে জরায়ুতে টিউমর ধরা পড়ে রাখির। প্রায় ১০ সেন্টিমিটারের একটি টিউমর ধরা পড়েছিল অভিনেত্রীর জরায়ুতে।অস্ত্রপচার করা হয়েছে রাখীর। অস্ত্রপচারের পর হাঁটতে চলতে অনেক অসুবিধা হচ্ছিল রাখীর।এই দেখে তার প্রাক্তন স্বামী বলেছিলেন,রাখী অভিনয় করছে। অস্ত্রপচারের পর চিকিৎসক তাকে একটি দুঃসংবাদ দেন। চিকিৎসক রাখীকে জানান যে তিনি আর কখনোই মা হতে পারবেন না। এই খবর শোনামাত্রই ভেঙে পড়েছিল রাখী। এক সাক্ষাৎকারে রাখি নিজের অনুভূতির কথা জানিয়েছে।রাখী বলেছে, “চিকিৎসক যখন আমাকে প্রথম এই খবরটা জানালেন, আমি ভেঙে পড়েছিলাম। তবে নিজেকে সামলেও নিয়েছিলাম।”
জানা যায় রাখীর চিকিৎসা খরচ বহন করেছেন সলমন খান। রাখি বলেন নিজেই বলেছেন।রাখী বলেছে, “আমার চিকিৎসার জন্য অনেকটা খরচ সলমন খান দিয়েছেন। সলমন বরাবরই আমার পাশে দাঁড়িয়েছেন। ওঁর মতো মানুষ হয় না।”
অস্ত্রপচারের পর এখন অনেকটাই স্থিতিশীল অবস্থা রাখীর।
Discussion about this post