রবিবার ১৪ জুলাই ছিল অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বৌভাতের অনুষ্ঠান । অম্বানি পরিবারের এই বিবাহ অনুষ্ঠানে বসেছিলো চাঁদের হাট। টলি বলি, রাজনৈতিক ও ক্রিকেট মহলের অনেকেই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টলিউড জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। রবিবার সন্ধ্যায় অম্বানিদের এই আনন্দ-উৎসবে একটু আলাদা করেই সকলের নজর কাড়লেন অভিনেত্রী রুক্মিণী। শুধু টলি তারকা নয় কলকাতা থেকে মুম্বইয়ে উড়ে গিয়ে বিবাহ আয়োজনে আমন্ত্রণ রক্ষা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ বার অম্বানীদের অতিথি তালিকায় যুক্ত হলেন রুক্মিনী মৈত্র।
বলি ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর হাতে হাতেখড়ি । তবে সেই সুবাদেই অম্বানিদের বাড়ি থেকে অভিনেত্রী রুক্মিণী আমন্ত্রণ পেয়েছেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। কিন্তু আমন্ত্রণের কারণ হিসাবে যাই থাকুক, রুক্মিণীর সাজসজ্জা মনে ধরেছে উপস্থিত অনেকে সহ তার ভক্ত ও অনুরাগীদের। ঝলমলে সোনালি পোশাকে অনন্ত রাধিকার রিসেপশনে হাজির হয়েছিলেন তিনি। অভিনেত্রীর পরনে ছিল অফ-শোল্ডার টপ, অ্যাঙ্কেল লেংথ স্কার্ট সঙ্গে পাতার মোটিফ সোনালি ওড়না। কানে স্টোনের ঝোলা দুল। মধ্য অঙ্গুলিতে পাথরখচিত আংটি। হাতে পোশাকের সঙ্গে মানানসই ক্লচও ছিল। সেই সঙ্গে ন্যুড মেকআপ। এই বেশেই সকলের নজর কাড়লেন রুক্মিণী। তবে এই পোশাকশিল্পীর নাম অবশ্য গোপনেই রেখেছেন অভিনেত্রী।
এই রিসেপশনের অনুষ্ঠানে হাজির হওয়ার তিনটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন রুক্মিণী। তিনটিতেই তিনি নবদম্পতি অনন্ত এবং রাধিকার পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন ছবি গুলিতে। রুক্মিণী ছাড়াও টলি তারকা দের মধ্যে এই অনুষ্ঠানে দেখা গেল নুসরত জাহান, যশ দাশগুপ্ত, রাইমা সেন, রিয়া সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়কেও। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ , নবোদম্পতি রাধিকা আর অনন্তের পাশে শুধুমাত্র দেখা গেল রুক্মিণী মৈত্রকেই। সমাজমাধ্যমে ছবি পোস্ট করায় নেটাগরিকদের তরফে বেশ প্রশংসিত হয়েছে রুক্মিণীর সাজগোজ। এমনকি অম্বানিদের এই আনন্দ আয়োজনে উপস্থিত অনেকেই রুক্মিণীর এই নজরকাড়া লুকস এর বেশ প্রশংসা করেছে বলেও জানা যাচ্ছে।
Discussion about this post