২০২৪শের লোকসভা নির্বাচন অর্থাৎ দিল্লী বাড়ির লড়াই এর সমাপ্তি হল। গত কয়েক মাস ধরেই রাজনৈতিক প্রার্থীরা ব্যস্ত ছিলেন তাদের ভোট প্রচারে। কখনো তারা জনগণের মন জয় করতে সাধারণের বাড়িতে গিয়ে পাত পেড়ে খেয়েছেন, কখনো রান্না করে দিয়েছেন, আবার কখনো ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষকে স্নান করিয়ে দেওয়া, তাদের পরিবেশন করে খাওয়ানো, চুল কেটে দেওয়া, গান করে শোনানো এইসবও চিত্রও দেখা গেছে। গত ১ লা জুন ছিল সপ্তম দফা (শেষ দফা)-র ভোট। গত শনি বারের সেই ভোটের সাথে সাথে কয়েক মাসের যাবতীয় নাটকীয়তার অবসান ঘটেছে।
এবার ঘাটাল লোকসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন, ঘাটালেরই বিদায়ী সংসদ ও অভিনেতা দীপঙ্কর অধিকারী ওরফে সকলের পরিচিত দেব। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির থেকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন অভিনেতা হিরনন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। আগামী ৪ঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা। মহা আগ্রহে যেমন প্রত্যেকটা ভারতবাসী ভোটের ফলাফল অপেক্ষায় আছেন, তেমন যারা প্রার্থী হয়েছিলেন, তারাও একই ভাবে আগ্রহের সঙ্গে প্রতিক্ষামান। আবার অন্যদিকে বুথ ফেরত সমীক্ষা নিয়েও সর্বত্র চর্চা শুরু হয়েছে। এই ইস্যুতেই ফল প্রকাশের দিন কি করবেন সেই নিয়ে সরাসরি মুখ খুললেন ঘাটাল তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। সরাসরি জানালেন তার মতামত।
তিনি জানালেন ৪ঠা জুন ভোটের ফল প্রকাশের সারাদিন তিনি তার নতুন ছবির প্রচারে ব্যস্ত থাকবেন। সাথে সাথে এটাও জানালেন। শুধু ঘাটাল নয়, প্রতিটা কেন্দ্রের ফলাফল জানতে আমাদের প্রত্যেকেরই চোখ থাকবে টিভির পর্দায়। তবে সে যে তিনি তার নতুন ছবির প্রচারে ব্যস্ত থাকবেন তা স্পষ্টতই জানিয়ে দিলেন অভিনেত্রী। বরাবরই অভিনেতা দেব ওরফে দীপঙ্কর অধিকারীকে নিয়ে বেশ ভুয়সী প্রশংসা করতে দেখা যায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। এবারও তার অন্যথা হয়নি। প্রতিবারের মতো এবারও স্বভাব সিদ্ধ ভাষায় তিনি অভিনেতা তথা বিদায়ী সংসদ ও তৃণমূল প্রার্থী দেবের ভূয়সী প্রশংসা করলেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, ঘাটালে তৃণমূল প্রার্থী দীপঙ্কর অধিকারী ওরফে দেবের জয় নিয়ে তিনি কতটা নিশ্চিত ? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলেন, “জেতা বা হারা তো চলতেই থাকবে, কিন্তু সব থেকে বড় হল বিশ্বাস। আর আমার মনে হয়, দেব সেটা জয় করতে পেরেছে।” একই সঙ্গে তিনি অভিনেতা ও তৃণমূল প্রার্থী দেবের ভূয়সী প্রশংসা করে আরো বলেন, ভোটের ফলাফল যাই হোক না কেনো, দেব একটা বড় মানুষের পরিচয় নিয়ে ফিরবে, এবং সেটাই ওর কাছে বড় প্রাপ্তি হবে।
যদিও এদিন নিজের সমন্ধে অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানান, ভোটের ফল প্রকাশ নিয়েতো আগ্রহ আছেই, তবে সেদিন তিনি তার নতুন ছবির প্রচারে ব্যস্ত থাকবেন। অন্যদিকে আরও জানান, তার নতুন ছবি ‘ বুমেরাং’ শেষ মুহূর্তের প্রচারে বিশেষ মনোযোগী তিনি। তাই ভোটের ফলাফল প্রকাশে তো নিশ্চই নজর থাকবে সাথে সাথে ছবির প্রচরটাও সারতে চান তিনি।
Discussion about this post