সোনাক্ষীর বিয়েতে আসতে পারেননি শাহরুখ খান।কিন্তু বিশেষ এক উপহার পাঠিয়েছেন তিনি।কি উপহার দিয়েছেন কিং খান জানেন? গত 23 শে জুন আইনিমতে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির।বিয়ে নিয়ে প্রথম থেকেই পরিবারে চাপা উত্তেজনা। দুজনের ধর্ম আলাদা বলেই কি পরিবার মেনে নিচ্ছিল না! শোনা যায় বাবা শত্রুঘ্ন সিনহা ও নাকি প্রথমে রাজি হননি।পরে জামাইকে মেনে নেন।কিন্তু সোনাক্ষীর দাদা লব নাকি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারেননি।সদ্য বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে পারিবারিক ছবি দিয়ে বাবা মাকেশুভেচ্ছা জানান ছেলে লব।কিন্তি সেই ছবিতে ছিলেন না সোনাক্ষী। তাহলে কি বিয়ের পর ভাই বোনের সম্পর্কে চির ধরল!
গত 23 শে জুন বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বিয়ের পর সন্ধ্যেবেলা একটি পার্টির আয়োজন করা হয়েছিল।ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন সোনাক্ষী জাহির। বিয়ের অনুষ্ঠানে বলিউডের বেশ কিছু নামকরা তারকাকে দেখা গেছে।
সলমন খান থেকে রবিনা ট্যান্ডন,টাব্বু-সহ একাধিক তারকা আসেন তাদের বিয়েতে।
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন শাহরুখ খান ও।কিন্তু শাহরুখ খানকে দেখা যায়নি বিয়ের আসরে।
বিয়েতে আসতে না পারলেও উপহার পাঠিয়েছেন শাহরুখ।কিছুদিন আগেই বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী।আর সেখানেই প্রতিটা ছবির বর্ণনা দিয়েছেন তিনি।তাতেই শাহরুখের নামের উল্লেখ রয়েছে।
শাহরুখ বিয়েতে আসতে পারেননি।সেই সময় পরিবারকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন শাহরুখ। সেখান থেকে একটি ভয়েস মেসেজ করেছেন সোনাক্ষিকে।একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন সোনাক্ষী।সেখানে ভয়েস নোট টি শুনছেন সোনাক্ষী ও জাহির।
ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘‘ আমাদের দু’জনের সব থেকে প্রিয় শাহরুখের ভয়েস নোট শুনছি। এত শুভেচ্ছা ও ভালবাসা পাঠিয়েছেন আমাদের! বিয়ের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।’’
বিয়ের দিন উপস্থিত না থাকতে পারলেও শুভেচ্ছা পাঠাতে ভোলেননি শাহরুখ।এটাই বরবধূ কে দেওয়া তার শ্রেষ্ট উপহার।
Discussion about this post