প্রতিযোগিতার মঞ্চে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ। উত্তরে প্রিয়াঙ্কা কি বলেছিল জানেন?
বলিউড বাদশা শাহরুখ খান গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে তার অনুরাগীরা।মেয়ে ভক্তরা শাহরুখ বলতে অজ্ঞান। অন্যদিকে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া,দেশ পেরিয়ে এখন বিদেশেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। হলিউড কাপাচ্ছেন এই ভারতীয় অভিনেত্রী। আজ থেকে 24 বছর আগে কিং খান তাকে প্রপোস করেছিল। আর উত্তরে হাসিমুখে জবাব দিয়েছিল প্রিয়াঙ্কা।
ঘটনাটা ২০০০ সালের সৌন্দর্য প্রতিযোগিতার। প্রতিযোগীদের মধ্যে একজন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বিচারকের আসনে ছিলেন শাহরুখ। প্রচুর দর্শক উপস্থিত ছিল সেখানে। প্রশ্নোত্তর পর্বে প্রিয়ঙ্কাকে প্রশ্ন করেছিলেন শাহরুখ।আর সেখানেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
প্রশ্ন করেছিলেন কাকে বিয়ে করবেন প্রিয়ঙ্কা চোপড়া?
তিনটি অপশন ও দিয়েছিলেন তিনি।আর সেখানেই নিজেকেও রেখেছিলেন তিনি। তিন জনের নাম উল্লেখ করেন শাহরুখ। মহম্মদ আজহারউদ্দিনের মতো খেলোয়াড় অথবা, কোনও ধনী ব্যবসায়ী, নয়তো শাহরুখের মতো এক জন বলিউড তারকা। উত্তরে খেলোয়াড় মহম্মদ আজহারউদ্দিনকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।তিনি উত্তরে বলেছিলেন, “বাড়ি ফিরে আমার স্বামীকে যাতে বলতে পারি, তাঁর জন্য সারা দেশ গর্বিত।নিজের সেরাটা দিতে পেরেছেন তিনি।তাঁকে নিয়ে মুগ্ধ আমি।”
Discussion about this post