সোনাক্ষীর শশুরের কাছে ধার নিয়েছেন সলমান খান। এখনও সেই টাকা ফেরত দিতে পারেননি।বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিন্হা। পাত্র জাহির ইকবাল।প্রেম থেকে বিয়ে। ডবল এক্সেল ছবির শুটিংয়ে পরিচয় হয় দুজনের।বন্ধুত্ব থেকে প্রেম। জাহিরের সঙ্গে সলমানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। গত ৭ বছর ধরে প্রেম করছে জ়াহির ও সোনাক্ষী।দুজনেরই বলিউডে আসার নেপথ্যে সলমান। ২০১৯-এ সলমন খানের প্রযোজনা সংস্থার ছবি ‘নোটবুক’-এ জ়াহিরের প্রথম অভিনয়। অন্যদিকে সলমন খানের ছবি ‘দাবাং’ থেকেই সোনাক্ষীরও অভিনয়ের সফর শুরু। তাই বোঝাই যাচ্ছে দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক।
এদিকে খবর রয়েছে জাহিরের বাবার কাছে ধারদেনা করে বসে আছে ভাইজান।জাহিরের বাবা পেশায় ব্যবসায়ী। তাঁর বাবা ইকবাল রতনসি পেশায় এক জন গহনা ব্যবসায়ী।তার সঙ্গেও খুব ভালো সম্পর্ক সলমানের। শুধু সোনাক্ষী নয়, জ়াহিরকেও বলিউডে প্রথম সুযোগ করে দেন সলমনই। বোঝাই যাচ্ছে, সোনাক্ষী ও জ়াহির দু’জনের সঙ্গেই ভাল সম্পর্ক অভিনেতার। এ দিকে জ়াহিরের বাবার থেকে ধারদেনা করে বসে রয়েছেন ‘ভাইজান’। সূত্রের খবর, সেই দেনা থেকে মুক্ত হওয়ার বিশেষ ইচ্ছেও নাকি নেই তাঁর! সলমন খানের সঙ্গে জ়াহিরের বাবার সম্পর্ক বহু দিনের। তারা ছাত্রজীবনের বন্ধু।জাহিরকে নিজের প্রযোজিত ছবিতে নেওয়ার সময় জ়াহিরের বাবার থেকে ধার নেওয়ার বিষয়টি নিজেই জানান সলমন। সলমন বলেন, ‘‘ইকবাল আমার ছোটবেলার বন্ধু।সেই সময় ও ছিল আমার ‘ব্যাঙ্ক’।এখনও ২০১১ টাকা পায় আমার থেকে।বেঁচে গিয়েছি যে সুদে-আসলে টাকাটা ফেরত চায়নি।যাক, ওর ছেলেকে হিরো তো করেছি!’’ এখন তার সঙ্গেই বিয়ের পিরিতে বসতে চলেছে সোনাক্ষী।
Discussion about this post