মিশুক, নামটা হয়তো অনেকের কাছেই পরিচিত। আরও ভালো করে বললে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। এবার আশা করি বুঝতে পেরেছেন। টলি পাড়ার অন্যতম বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক। মা-বাবা দুজনেই ভীষণ ব্যস্ত। সন্তানকে উচ্চশিক্ষিত করে তোলার স্বপ্ন সব বাবা-মায়েরই থাকে। তারপর যখন সেই সন্তান বড় হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে, তখন গর্বিত হয়ে ওঠে পরিবারের সকলেই। ঠিক তেমনি স্বপ্ন ছিল বিশিষ্ট টলি তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের। সেভাবে ছেলেকে সময় দিতে পারেনি বললে ভুল হবে। কিন্তু সন্তানকে লেখাপড়ায় উচ্চ শিক্ষিত করে তোলার জন্য ভালো জায়গায় পড়াশোনা শেখাতে সন্তানকে পাঠিয়েছিলেন বিদেশে। ছেলেবেলা থেকেই মিশুকের স্কুল জীবন কেটেছে ইউরোপে।
দৈহিক উচ্চতায় অভিনেতা বাবাকে ছাপিয়ে গেছে সে। কিছুদিন আগেই মিশুকের স্নাতোকোত্তর সম্পন্ন হয়েছে। তবে কলকাতায় নয়, দক্ষিণ ভারতের নামি প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন মিশুক। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিছুদিন আগেই হাতে পেয়েছে প্রসেনজিৎ পুত্র। ছেলের সাফল্যের কথা নিজেই জানিয়েছেন সুপারস্টার বাবা। শুধু তাই নয়, মঞ্চে ছেলের সার্টিফিকেট নেওয়ার ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের দিন বন্ধুদের সঙ্গে বেশ খোজমেজাজে আছেন মিশুক। এদিকে নাম ঘোষণা হতেই মঞ্চের দিকে এগিয়ে যায় সে। এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট নেয় মিশুক। ভিডিও পোস্ট করার পর ছেলের উদ্দেশ্যে প্রসেনজিৎ লিখেছেন, ‘আজ আমি গর্বিত বাবা হিসেবে দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলে মিশুক গ্র্যাজুয়েট হল। জীবনের এই রকম একটাদিনে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ। ’ মিশুকের এই সাফল্যে গর্বিত স্টার পরিবার।
View this post on Instagram
Discussion about this post