উত্তম কুমার,বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র। ছবিতে মহানায়কের উপস্থিতিই যথেষ্ট। উত্তমকুমার ছবিতে আছেন মানেই ছবি হিট। দর্শক তার হাসিতেই মুগ্ধ। অভিনয় তো উপরি পাওনা। কিন্তু মহানায়ক একটি ছবিতে অভিনয় করতে কত টাকা নিতেন জানেন?
বাংলা সিনেমায় একের পর এক হিট ছবি দিয়েছেন।স্বর্ণালী যুগের অন্যতম সেরা অভিনেতা উত্তম কুমার।তখন সমাজ মাধ্যমের চল ছিলোনা।তাই রূপোলি পর্দার তারকাদের ব্যাপারে খুব বেশি জানা যেত না।তবে কৌতূহল ছিল অনুরাগীদের মনে। আজও উত্তম কুমার ও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়। প্রেম,বিয়ে,জীবন ধারা র পাশাপাশি তার অন্যতম কৌতূহলের বিষয় হল তার পরিশ্রমিক। তাঁকে ছবিতে কাস্ট করার বিনিময়ে যে কোনও মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকেরা। কিন্তু ছবি পিছু কতটাকা পারিশ্রমিক নিতেন উত্তমকুমার?
বাংলা সিনেমা জগতের সর্বকালের সেরা অভিনেতা হিসেবে শীর্ষ আসনে মহানায়ক।অনেকেই মনে করেন এখনো সেই আসনে বসার যোগ্যতা হয়নি কারুর। জানা যায় নিজের পর্দায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে মানুষের সামনে আসতেন না তিনি। এক একটি ছবিতে অভিনয় করতে লাখ লাখ টাকা পরিশ্রমিক নিতেন মহানায়ক। ছবি পিছু তাঁর পরিশ্রমিক ছিল ৪-৫ লাখ।তার জীবনে ব্যায় ছিল বিপুল। উপার্জন যেমন করেছেন সাহায্য ও করেছেন। কেউ অর্থাভাবের কথা জানালে সঙ্গে সঙ্গে টাকা টাকা দিয়ে সাহায্য করতেন
Discussion about this post