রামায়ণে রামের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছে রাবন।নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।সীতার চরিত্রে অভিনয় করবেন
সাই পল্লবী।রামায়নের অন্যতম গুরুত্ব পূর্ণ চরিত্র রাবনের জন্য পরিচালকের পছন্দ দক্ষিনী তারকা যশ।কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলেন না যশ।কে জি এফ খ্যাত অভিনেতা যশ।প্রথমে কিছুতেই রাজি হননি তিনি।শেষ পর্যন্ত রাজি হয়েছেন তিনি।কিন্তু এই ছবির জন্য যা পরিশ্রমিক তিনি নিচ্ছেন তা জওয়ান’-এ শাহরুখের পারিশ্রমিকের তুলনায় অনেকটা বেশি।
খলনায়কের চরিত্র থেকে সরে আসতে চাইছেন অভিনেতা যশ। তাই রাবনের চরিত্রে রাজি হননি তিনি।পরে চিত্রনাট্যে বেশ কিছু বদল আনা হয়।এর পর চূড়ান্ত হয়ে রাবনের চরিত্রে অভিনয় করবেন যশ।এই ছবির জন্য 150 কোটি পরিশ্রমিক চেয়েছিলেন যশ।রামের চরিত্রে রণবীরের পরিশ্রমিক কেও ছাপিয়ে গিয়েছে।
হিন্দি ছবিতে প্রথমবার কাজ করতে চলেছেন যশ।পরিশ্রমীকে কিং খানকেও পেছনে ফেলে দিলেন তিনি।এমনিতেই 100 কোটির নিচে পরিশ্রমিক নেন না।এই ছবিতে বাড়তি সময় দিতে হবে।তাই বাড়তি পরিশ্রমিক চেয়েছেন তিনি।
গত বছর মুক্তি প্রাপ্ত ‘জওয়ান’ ছবির জন্য ১২০ কোটি টাকা নিয়েছিলেন শাহরুখ। রণবীর তাঁর মুক্তি পাওয়া ছবি ‘অ্যানিম্যাল’-এর জন্য নিয়েছিলেন প্রায় ১০০ কোটি।যশ রাবনের চরিত্রে জন্য চেয়েছিলেন 150 কোটি।যদিও এবার শোনা গেল ১৫০ কোটি ২০০ কোটি টাকা নিচ্ছেন তিনি।
কেজিএফ খ্যাত অভিনেতা যশ কে রাবনের চরিত্রে দেখতে উৎসুক ভক্তরা।শোনা যাচ্ছে ইতিমধ্যেই লুক টেস্ট হয়ে গেছে।নিজেকে সময় নিয়ে তৈরী করছেন অভিনেতা যশ।
Discussion about this post