মার্কিন প্রশাসনের তরফে বাংলাদেশের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করে সতর্কবার্তা। বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা প্রদান ট্রাম্প প্রশাসনের। আর এই বিবৃতিতে প্রকাশের পর বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান যে আর কতটুকু অক্ষুন্ন রয়েছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ভ্রমণ নির্দেশিকায় একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। জানা যাচ্ছে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে চতুর্থ ধাপের সতর্কতা, অর্থাৎ এই এলাকায় ভ্রমণে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরক করলো মার্কিন প্রশাসন।
এই ভ্রমণ নির্দেশিকার বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে বিভিন্ন সময় আকস্মিকভাবে বিক্ষোভের ঘটনা ঘটছে, যা মুহূর্তের মধ্যে সহিংস রূপ ধারণ করতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে রাম প্রশাসন । কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা করার পরামর্শ দিতেই এই সতর্কতা জারি করা হয়। অর্থাৎ খুব জরুরী ভিত্তিক প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।
বিবৃতিতে সরাসরি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্কতা অবলম্বনের বিষয়টি উল্লেখ করা হয়েছে , মানুষের ভিড়ে পকেটমারি, চুরি, ছিনতাই অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে।
এ ছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, নানা ঝুঁকি দেখা দেয়। ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করে অপহরণ করা হচ্ছে এমন ঘটনাও সামনে আসছে বলে জানানো হয়। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও রাজনৈতিক সহিংসতাও ওই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
Discussion about this post