পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। গোটা বিশ্ব দরবারে ঘুরে শেষে আমেরিকার পায়ে পড়ে সংঘর্ষ বিরতি চাইল পাকিস্তান। কিন্তু নিজেরাই তা লঙ্ঘন করেছে। শনিবার সংঘর্ষ বিরতির বিবৃতি আসার তিন ঘণ্টার মধ্যে ভারতের উপর ড্রোন হামলা চালায়। ভারতের জঙ্গি ঘাটের দিকে নিশানা করছে পাকিস্তান। তবে ভারত চোখ থাকে নি, করা হাতে প্রতিহত করছে প্রথম দিন থেকেই।
সংঘর্ষ বিরতি, দুই দেশের ডিজিএমওয়ের পর্যায়ে বৈঠকের পরও পাকিস্তানের কোনও লাগাম নেই। সোমবার রাতেই জম্মুর সাম্বা সেক্টরে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সাম্বা ব্ল্যাক আউট করে দেওয়া হয়। যদিও যোগ্য জবাব দেয় ভারত। সেগুলিকে প্রতিহত করে দেওয়া হয়। সেনাবাহিনী তরফে জানিয়ে দেওয়া, সোমবার আকাশে অল্প সংখ্যক ড্রোন দেখা গিয়েছে। যদিও সেগুলিকে ডিটেক্ট করে গান ডাউন করা গিয়েছে। এমনকি জানানো হয়েছে, সেখানকার মানুষজন যাতে আতঙ্কিত না হয়। কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম খুব তৎপরতার সঙ্গে সেগুলিকে প্রতিহত করে দিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে তার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়ে দেন, এই যুগ যুদ্ধের নয়। কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে, একই টেবিলে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্যও এক সঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল এক সঙ্গে বইতে পারে না বলে জানান। বুদ্ধ পূর্ণিমায় জাতির উদ্দেশ্যে বার্তার কি বলেছেন তিনি, শুনুন
অনেকে বলছেন, নরেন্দ্র মোদি সুকৌশলে বুঝিয়ে দিলেন, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থান একই থাকবে। তিনি আরো বলেছেন, পাকিস্তান হলো জঙ্গিদের কারখানা। রাষ্ট্রীয় মদদ পুষ্টের সন্ত্রাসের উদাহরণ হলেও পেহেলগাঁও কান্ড। তিনি বলেছেন, প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে আমরা পাকিস্তানকে হারিয়েছি। এর মাধ্যমে আমরা পর্যদস্ত করেছি গোটা দেশটিকে। লস্কার ই তৈয়বা থেকে জইশ ই মোহাম্মদের জঙ্গী ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে ভারতের যোগ্য সেনা। তিনি বলেন সন্ত্রাসের বিরুদ্ধে ভারত এইভাবে পদক্ষেপ করবে, ভাবতে পারিনি পাকিস্তান। ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনুন
গোটা দুনিয়া দেখলো, পাকিস্তানের একাধিক ড্রোন এবং মিসাইল কিভাবে ধ্বংস করে দিয়েছে ভারত। তবে যেভাবে পাকিস্তান লাগাম ছাড়া হয়ে গিয়েছে, তাতে ভারতের চুপ থাকবে না। ঠিক যেমনটা প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। স্থগিত রাখা হয়েছে। এটাই নিউ নর্মাল। অর্থাৎ পাকিস্তান ভারতকে উত্তপ্ত করলে, ভারত তাদের দ্বিগুণ ফিরিয়ে দেবে।
Discussion about this post