টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে। আর সেখানে নাম নেই কোনও ভারতীয়র। তালিকায় রয়েছেন ট্রাম্প, ইলন মাস্কের। মোহাম্মদ ইউনূসের নামই জ্বল জ্বল করছে। কিন্তু নাম নেই ভারতের কোনও নেতার।
জানা যাচ্ছে, বিশ্ব নেতাদের প্রথমেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। একশো জন প্রভাবশালীর নাম সহ তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। আর এই তালিকায় জায়গা পাননি কোনও ভারতীয়। এদিকে সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্টারমারের পরই ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। গত বছর নভেম্বরে নির্বাচনের জিতে দ্রুত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। আর তার নামের পাশেই রয়েছে ইলন মাস্ক। যাকে ট্রাম্পের নির্বাচনী প্রচারে গোলা ফাটাতে দেখা গিয়েছিল। এমনকি ট্রাম্প ভোটে জেতার পর তার পারিবারিক ছবিতেও দেখা গিয়েছিল মাস্ককে।
তার পাশেই দেখা গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নাম। ২০১৪ এর অগাস্ট মাসে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপরই দেশের হল ধরতে গঠিত হয় অন্তবর্তী সরকার। তার প্রধান হিসাবে বসেন নোবেল জয়ী মোহম্মদ ইউনূস। এছাড়াও তালিকায় রয়েছেন বাসার আল আসাদ। এই তালিকায় রয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ফ্রিডরিখ মের্জ এবং অন্যান্য ব্যক্তি।
তবে জানেন গত বছর কারা তালিকায় জায়গা করে নিয়েছিলেন?
জানা যায়, গত বছর প্রভাবশালীদের তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। তবে এই বছরে কোনও ভারতীয়র খেলোয়াড় বা অন্য কোনো ভারতীয়র নাম উঠে আসেনি তালিকায়। যা নিয়ে প্রবল জল্পনা ছড়িয়েছে।
Discussion about this post