আরও বেকায়দায় রাজ্যপাল! এবার শ্লীলতাহানি নয় সোজা ধর্ষণের অভিযোগ উঠলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। অভিযোগকারী এক নৃত্যশিল্পী। তার অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল। কয়েক মাস আগেই সেই অভিযোগ কলকাতা পুলিশে দায়ের করেছেন ওই তরুণী।
এবার কলকাতা পুলিশ তদন্ত রিপোর্ট নবান্নে পাঠাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। মুখ্যসচিবের কাছে ঘটনার রিপোর্ট জমা দিয়েছেন নগরপাল। ওই নৃত্যশিল্পীর দায়ের করা অভিযোগের বয়ান অনুযায়ী, কয়েক মাস আগে এক নামী সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে গিয়েছিলেন ওই নির্যাতিতা। তারপর থেকেই রাজ্যপালের সঙ্গে তাঁর কথাবার্তা হতে থাকে। নির্যাতিতার অভিযোগ, নিজের ব্যক্তিগত সমস্যার কথা ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে জানিয়েছিলেন।
সেই সময় তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। সেই মতো রাজ্যপাল ওই নির্যাতিতাকে দিল্লিতে নিয়ে যান। সেখানে তাঁরা এক হোটেলে ছিলেন বলে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ। মহিলার জানান, ৬-৭ মাস আগে দিল্লির ওই হোটেলেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। ওই নৃত্যশিল্পী কলকাতা পুলিশ কমিশনারের কাছে তখনই অভিযোগ দায়ের করেছিলেন বলে দাবি। প্রসঙ্গত, সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে রাজ্যপালের বোসের বিরুদ্ধে।
Discussion about this post