ভোট মরসুমে গরমে হাঁসফাঁস দশা। স্বস্তির প্রলেপ মাখিয়ে এই দহনজ্বালা থেকে মুক্তির কোনো পূর্বাভাস দিতে পারলো না আলিপুর আবহাওয়া দপ্তর। এক পশলা বৃষ্টির জন্য চাতকের মতো পথ চেয়ে রয়েছে বঙ্গবাসী। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, গোটা এপ্রিল মাস জুড়েই জারি থাকবে দাবদাহ।
ইতিমধ্যেই বুধবার থেকে তাপপ্রবাহের নতুন স্পেল শুরু হয়েছে বাংলায়। তার জেরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪১.৬ ডিগ্রী সেলসিয়াসে। শুক্রবার থেকে একধাক্কায় আরও ৩-৪ ডিগ্রী তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী রেকর্ড গড়ে তাপমাত্রা ৪৪ ডিগ্ৰী স্পর্শ করতে চলেছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে আরও ২-৩ ডিগ্রী পর্যন্ত। ফলে সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত সাধারণ মানুষকে রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সপ্তাহের শেষে আরও চড়বে পারদ বাড়বে গরম, এরই সাথে হিট স্ট্রোক এর ঝুঁকিও বাড়ছে জানাচ্ছেন চিকিৎসকেরা।
একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পাশাপাশি পুরুলিয়া, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদে মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে অর্থাৎ তাপপ্রবাহের তীব্রতা অনেকটাই কম থাকবে। অন্যদিকে, কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার বেশ কিছু অংশে।
একইসঙ্গে উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই মালদা এবং উত্তর দিনাজপুরে চরম তাপপ্রবাহের লাল সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিন দিনাজপুরে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার সহ কোচবিহার এবং জলপাইগুড়িতে। উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং-এ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
Discussion about this post