নিজস্ব প্রতিনিধি: অষ্টাদশতম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে দেশের ১৩টি রাজ্যে। শুক্রবার মোট ৮৮ লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে। সকাল ১১টা পর্যন্ত এদিন ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে রয়েছে ত্রিপুরা। দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় এবং ভোটদানে তৃতীয় অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার
শুক্রবার ১১টা পর্যন্ত ত্রিপুরাতে ভোট পড়েছে ৩৬.৪২%
ছত্তিশগড়ে ভোট পড়েছে ৩৫.৩৭%
পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৩১.২৫%
বাকি ১০ রাজ্যে কোথায় কত ভোট পড়েছে?
অসমে ভোটদানের হার ২৭.৪৩%
বিহারে ২১.৬৮%
জম্মু-কাশ্মীরে ২৬.৬১%
কর্নাটকে ২২.৩৪%
কেরালাতে ২৫.৬১%
মধ্য প্রদেশে ২৮.১৫%
মণিপুরে ৩৩.২২%
রাজস্থানে ২৬.৮৪%
উত্তরপ্রদেশে ২৪.৩১% ভোট পড়েছে
সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে
সেখানে ভোটদানের হার ১৮.৮৩ শতাংশ
এদিন দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী এবং শশী থারুর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও এদিন ভোট দিয়েছেন। কেরলের বাসিন্দা আনন্দ বোস নিজের লোকসভা কেন্দ্রের ত্রিবান্দমে গিয়ে ভোট দেন। দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।তিনি কর্নাটকের বেঙ্গালুরুতে একটি কেন্দ্রে গিয়ে ভোট দেন।এদিন সকালেই ভোট দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।
অন্যদিকে দেশের বেশকিছু লোকসভা কেন্দ্রে এদিন ইভিএম বিকল হওয়ার খবর মিলেছে। উত্তর প্রদেশের বাগপত লোকসভা কেন্দ্রের ২২২ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি। ইভিএম মেশিন বিকল হওয়ার খবর মিলেছে মধ্য প্রদেশের সাতনা লোকসভা কেন্দ্রেও। এদিন মধ্য প্রদেশের নগৌড়ের ৯৯ নম্বর বুথে মেশিন খারাপ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয় চিত্রকূটের ৭৩ নম্বর বুথেও ইভিএম ভেঙে যাওয়ার খবর মিলেছে। তবে বিক্ষিপ্ত কিছু ঝামেলা ছাড়া এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে ভোটগ্রহণ।
শেষ আপডেটঃ

Discussion about this post