রাজ্যে লোকসভা নির্বাচন চলছে। এরমধ্যেই কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে? অনেকেই মনে করছিলেন, মে মাসেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। কারণ এ বছর ২০২৪-এ মাধ্যমিক পরিক্ষা ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরিক্ষা শুরু হয়েছিল ১৬ই ফেব্রুয়ারি। শেষ হয়েছে ২৯শে ফেব্রুয়ারি। পরিক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ফল প্রকাশের নিয়ম।
এইবার মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে অবশ্য জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী বাত্য বসু। ২রা মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্যদ। অন্যদিকে ৮ই মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। অর্থাৎ, ভোটের আবহেই এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
এবছর পরিক্ষার খাতা দেখা ও নম্বর দেওয়া নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল পর্যদ। যার জেরে এই বছর কিছু পরিবর্তনও হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগতভাবে যন্ত্রের সাহায্যও নেওয়া হয়েছে। এর ফলে ভুল হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। গত বছর থেকেই মাধ্যমিকে কম্পিউটার পদ্ধতি চালু করা হয়েছে। উচ্চ মাধ্যমিকেও বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তি ভিত্তিক করা হয়েছে। পরিক্ষার খাতা দেখার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং ভুল কম হয়, সেই কারণেই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পর্যদ এবং সংসদের তরফে।
উল্লেখ্য, ২০২৫ সালে মাধ্যমিক পরিক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি। শেষ হবে ২৪শে ফেব্রুয়ারি। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরিক্ষা ৩রা মার্চ শুরু হয়ে শেষ হবে ১৮ই মার্চ।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post