দেব-মিঠুন ইস্যুতে এইবার বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে কুণাল পোস্ট করলেন, ‘নিজের ইমেজকে প্রত্যেকের কাছে ভালো রাখবার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকা’। দেবকে একেবারে কড়াভাবে সমালোচনা করলেন কুণাল।
সম্প্রতি, নির্বাচনের প্রচারে একটি সভা থেকে মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘গদ্দার’ বলে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে দেবকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই শব্দগুলিতে আপত্তি রয়েছে তাঁর। দেব অবশ্য এটাও জানান, দিদির পাশাপাশি মোদির ‘দিদি ও দিদি’-এর ফুটেজটাও রাখা হোক। এই ইভটিজিংটা গোটা দেশে চলছে। আর এই প্রসঙ্গেই এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ দেবকে কড়াভাবে কটাক্ষ করেন। কুণাল ঘোষ বলেন, দেব খুব ভালো ছেলে। আমি ভালোবাসি। কিন্তু এই ধরণের মানসিকতা বা বিবৃতির আমি তীব্র বিরোধীতা করছি। কুণাল ঘোষ লেখেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদলের সমর্থন। কারণ বিশ্বাসঘাতকদের আচারণ সমর্থনের। আমার দলের নেতা-নেত্রীর নামে কুৎসা করলেও ব্যক্তিগতভাবে আদিখ্যেতা করে নিজের ইমেজকে ধরে রাখবার চেষ্টা করে সৌজন্যতা। এক্ষেত্রে কুণাল ঘোষ আরও বলেন, নিজের ইমেজকে প্রত্যেকের কাছে ভালো রাখবার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি…আর অন্যদিকে আমার নেত্রীকে যে যা খুশি বলুক….আর তখনও বাবা জ্যাঠার মতো সৈজন্য দেখিয়ে ইমেজ ধরে রাখবো…এটা হয় না।
ওই সাক্ষাৎকারে দেবকে রেপিড ফায়ারে জিজ্ঞেস করা হয়, পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি মিঠুন চক্রবর্তী? তাতে দেব উত্তর দেন, একজনের নাম নিলে আর একজন আমাকে মারবে। তারপরেই দেব বলেন, মিঠুনদা আমার বাবার মতো আর পরাণদা আমার দাদুর মতো। তিনি আরও জানান, মিঠুনদার শরীর খারাপ হলে যদি কিডনি লাগে, আমি দিয়ে দিতে পারি। এমনকি, পরাণদা যদি অসুস্থ হয়ে পড়েন, রক্ত লাগে, আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দিতে পারি। এর চেয়ে আর বেশি ভালো করে এদের দুজনের সঙ্গে আমার সম্পর্ক ব্যাখা করতে পারবো না। আর সেই প্রসঙ্গককেই কটাক্ষ করেন কুণাল ঘোষ। এর আগেও দেব-মিঠুন ইস্যুতে কুণালের সঙ্গে দেবের ঠোকাঠুকি সামনে এসেছিল। প্রজাপতি সিনেমা নিয়ে বিতর্ক তৈরির সময় মিঠুনের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল। সিনেমা নিয়ে পড়াশোনা নেই বলে এমন মন্তব্য বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন দেব।
একের পর এক বড় ধাক্কা পাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। কাল সকালেই মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী অর্থাৎ প্রাক্তন অভিনেত্রী হেলেনা লুকের মৃত্যুর...
Read more
Discussion about this post