আইপিএল শুর হওয়ার পর থেকেই, স্বল্প ওভারের খেলার জনপ্রিয়তা তুঙ্গে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিকে জনপ্রিয়াতার যে জায়গায় ছিল বর্তমানে তার জনপ্রিয়তা তুঙ্গে বলা চলে। আইপিএলে সব দেশের প্লেয়ার খেলার ফলে একে অপরের যোগ্যতা এবং দুর্বলতা জেনে যেতে পারছে। তাই জনপ্রিয়তা বাড়ালেও, প্লেয়ারদের কাছে এই বিশ্বকাপ চ্যালেঞ্জিংও বটে। আইপিএল খেলে ক্লান্ত থাকে বেশিরভাগ খেলোয়াড়। আইপিএল খেলার কিছু দিনের মধ্যে আবার একটি আন্তর্জাতিক খেলায় নিজেদের মান ধরে রাখা এবং নিজেকে ফিট রাখা সত্যিই কঠিন। কিন্তু দর্শকদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উৎসাহ সীমাহীন। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে আগ্রহ। অনেকে তারকা ক্রিকেটার নিজেদের মতো করে মতামত জানান আর এবার সেই তালিকায় নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি অবশ্য টি-টোয়েন্টির পুরো দল বেছে না নিলেও দিল্লির দুই ক্রিকেটারের পক্ষে সওয়াল করেছেন। তার মতে, ঋষভ পন্থ এবং অক্ষর পটেলকে অবশ্যই বিশ্বকাপের দলে থাকার যোগ্য।
এই আইপিএলে অক্ষর দুরন্ত বোলিং করেছেন। তাঁর ইকনমি রেট ৭.০৬। অন্যদের থেকে অনেকটাই ভাল। ব্যাটিংয়ের প্রয়োজনে তাকে উপরের দিকে তুলে আনলে ভাল রানও করে দিতে পারেন। অন্যদিকে পন্থ ফিরে আসার পর থেকে একের পর এক ভাল ইনিংস খেলে বিশ্বকাপের দলে থাকার দাবি জোরদার করেছেন।
সৌরভ গতশুক্রবার জানিয়েছেন, “অক্ষর নিশ্চিত ভাবেই থাকবে। আমার মনে হয় বিশ্বকাপের দলে অক্ষর আর ঋষভ পন্থ নিশ্চিত। টি-টোয়েন্টি যে ভাবে খেলা হচ্ছে তাতে রোহিত নিশ্চয়ই চাইবে আট নম্বরে একজন ভালো ব্যাটার নামুক। সে যদি ১৫-২০ রান করে দিতে পারে তা হলে দলের ভাল। অক্ষর সেই কাজটা অনায়াসেই করতে পারে। যদি গিয়ে স্পিনারদের বলে মারতে হয় অক্ষর সেটাও পারবে।” সৌরভ আরও বলেন, “অক্ষর এবং জাডেজা এক দলে থাকার অনেক সুবিধা। দু’জনেই প্রতিভাবান এবং দক্ষ ক্রিকেটার। সৌরভের মতে, বল মারার দক্ষতা থাকা টি-টোয়েন্টিতে খুব জরুরি কম সময়ের জন্য টেকনিক নিয়ে ভেবে লাভ নেই। সাধারণ বিষয়গুলো ঠিকঠাক করলেই সাফল্য মিলবে। আর অক্ষরের মধ্যে এই সব গুনই বর্তমান বলে সৌরভ মনে করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post