মাস কয়েক আগে সুপ্রিম কোর্টের নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ককে নির্বাচনী বন্ডের হিসেব-নিকেশ প্রকাশ করতে হয়েছিল। সেই তথ্য বিশ্লেষন করে দেখা গিয়েছে নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। এবার সামনে এল সেই টাকা খরচের ক্ষেত্রে এক চাঞ্চল্যকর তথ্য। ২০১৮ সালের ৩১ মে থেকে ২০২৪ সালের ৫ এপ্রিল পর্যন্ত গুগল ও ইউটিউবে ১০০ কোটি টাকারও বেশি বিজ্ঞাপণ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তথ্য অনুযায়ী এই ছয় বছরে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল মোট ৩৯০ কোটি টাকা খরচ করেছে গুগল, ইউটিউবে বিজ্ঞাপন দিতে। এরমধ্যে ২৬ শতাংশই বিজেপির। যা একটি রেকর্ড বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
গুগলের রাজনৈতিক বিজ্ঞাপন বলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলির বিজ্ঞাপনকে যেমন বোঝায়, তেমনই বিভিন্ন সংবাদমাধ্যম, সরকারের প্রচার বিভাগ ও রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত বিজ্ঞাপনকেও বোঝায়। সম্প্রতি বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল ২০১৮ সালের মে মাস থেকে তাঁদের বিজ্ঞাপনের ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করেছে। আর তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। গুগলের পরিসংখ্যান বলছে, এই ছয় বছরে মোট ২ লক্ষ ১৭ হাজার ৯৯২টি রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরমধ্যে ১ লক্ষ ৬১ হাজার বিজ্ঞাপন একাই দিয়েছে বিজেপি। কর্ণাটকের বাসিন্দাদের উদ্দেশ্যে বিজেপি সবচেয়ে বেশি প্রায় ১১ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। এরপরেই আছে উত্তরপ্রদেশ ও রাজস্থানের নাম।
বিজেপি ছাড়াও গুগল ও ইউটিউবে বিজ্ঞাপনদাতাদের তালিকায় উল্লেখযোগ্য নাম হল কংগ্রেস, ডিএমকে, ও রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আইপ্যাক। এই ছয় বছরে গুগল-ইউটিউবে বিজেপি ১০১ কোটি টাকা বিজ্ঞাপনের পিছনে খরচ করলেও দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস খরচ করেছে মাত্র ৪৫ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা ডিএমকে খরচ করেছে ৪২ কোটি টাকা। গুগলের দেওয়া পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি দক্ষিণের রাজ্যগুলিতেই বেশি বিজ্ঞাপন দিয়েছে। এই তালিকায় শীর্ষে অবশ্যই কর্ণাটক। এই রাজ্যে বিজেপি, ডিএমকে, কংগ্রেস ও আইপ্যাক সবাই কোটি কোটি টাকা ব্যায় করেছে বিজ্ঞাপনের পিছনে। এছাড়া তেলেঙ্গানা, তামিলনাড়ুর জনতার জন্যও ভালোমাপের বিজ্ঞান দিয়েছে রাজনৈতিক দলগুলি। চলতি লোকসভা নির্বাচনের জন্যও কোটি কোটি টাকা খরচ করছে রাজনৈতিক দলগুলি। দ্বিতীয় দফার ভোট পর্যন্ত যেখানে বিজেপি গুগলে ৫ কোটি ৩০ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে সেখানে কংগ্রেস খরচ করেছে ৫ কোটি ৭০ লক্ষ টাকা। উল্লেখযোগ্য তথ্য হল, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে এখনও পর্যন্ত গুগলে ৪ কোটি ৮০ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে।
এক এপিকে দুই রাজ্যের ভোটার নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়. এবার সামনে এলো এক সাথে দুই দেশের নাগরিক! মুর্শিদাবাদের বুলবুল আহমেদ...
Read more
Discussion about this post