বিনামূল্যে আইপিএল দেখা যায় জিও সিনেমাতে। চুটিয়ে উপভোগ করছে ক্রিকেটপ্রেমীরা। এই পরিষেবা কতদিন দেবে জিও সিনেমা? এই উত্তরের সঙ্গে সঙ্গেই নতুন আরও একটি প্ল্যান ঘোষণা করল জিও। নতুন প্রিমিয়ার সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করেছে জিও-এর তরফে। প্রতিদিন ১ টাকা খরচ করলেই পাবেন নেটফ্লিক্স প্রাইমের মতো ওটিটি। পাশাপাশি পাওয়া যাবে একাধিক সুবিধা।
যারা কোনও অ্যাড ছাড়াই ওটিটি ও জিও সিনেমা উপভোগ করতে চান, তাদের জন্য অত্যন্ত সুখবর। কারণ এর আগে সাবস্ক্রিপশন করতে খরচ হতো মাসে ৯৯ টাকা এবং বছরে ৯৯৯ টাকা। কিন্তু এখন নতুন সিনেমা এবং ওয়েবসিরিজ দেখা যেতে পারে যতখুশি। মাত্র ২৯ টাকা দিলেই সিনেমা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ রোজ ১ টাকাতেই পাবে এই সাবস্ক্রিপশন। তবে এর জন্য একটি শর্ত রয়েছে। শুধুমাত্র সিঙ্গেল ডিভাইসে ব্যবহার করতে পারবে গ্রাহক। আর এই নতুন প্ল্যানে থাকছে একাধিক সুবিধা। যেমন, কোনও অ্যাড থাকবে না। পাশাপাশি ভিডিও কোয়ালিটি থাকে হাই। অর্থাৎ ফোর কে কোয়ালিটিতে দেখাতে পারবে বলিউড, হলিউড সিনেমা। এমনকি, জিও সিনেমা টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন। এখন বিনামূল্যে আইপিল দেখা যাচ্ছে জিও সিনেমাতে। জিও সিনেমাতে নতুন প্ল্যান আসার ফেল এক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। তবে এই লাইভ স্ট্রিমিংয়ে অ্যাড চলবে।
Discussion about this post