নিজস্ব প্রতিনিধি: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ২০২২ সালের সেই ঘটনায় গোটা দেশজুড়ে সমালোচনা তৈরী হয়েছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিল গিরির হয়ে ক্ষমা চাইতে বাধ্য হন। এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী। বৃহস্পতিবার তমলুকে তৃণমূলের শিক্ষক সংগঠনের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হিজড়া বলে আক্রমণ করেন। তিনি বলেন,’কাল তমলুকে একটা সভায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে রোহিঙ্গা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী না কি রোহিঙ্গা। তাহলে আমিও বলেছি, অভিজিৎ গাঙ্গুলি কি হিজড়া?’ লোকসভা ভোটের মাঝে কারা মন্ত্রীর এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। নিন্দা জানিয়েছে বিজেপি। বিজেপির দাবি, অখিল গিরি তৃতীয় লিঙ্গের মানুষকে অসম্মান করেছেন এই মন্তব্য করে। সেই সঙ্গে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকেও অপমান করেছেন তিনি। লোকসভা ভোটের ফল বেরোনোর পর জোড়াফুল শিবির মেদিনীপুর থেকে ধুয়ে মুছে যাবে, তাই অখিল গিরি ভুল বকছে।
প্রসঙ্গত, ২০২২ সালে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন রাজ্যের কারা মন্ত্রী। নন্দীগ্রামে এক সভায় দাঁড়িয়ে অখিল গিরি বলেছিলেন, ‘বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ সেই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও ক্ষমা চাওয়া হয়। তৃণমূলের তরফে বলা হয়, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি।’ সেই সঙ্গে আরও লেখা হয়, ‘নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।’ যদিও বছর ঘুরলেও অখিল আছেন অখিলেই। এবার বিরোধী দলের প্রার্থীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন তিনি।
Discussion about this post