লোকসভা ভোটের আগে কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মনিপুর থেকে মুম্বই পর্যন্ত বিস্তৃর্ণ পথে রাহুল গান্ধি সম্পন্ন করেছিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা। কখনও পায়ে হেঁটে, কখনও বাসে তিনি এই দীর্ঘ পথ পারি দিয়েছিলেন। যা কংগ্রেসকে নতুন করে অক্সিজেন জোগাতে সাহায্য করেছে। ২০১৪ এবং ২০১৯ লোকসভা ভোটে যেখানে একেবারে তলানিতে চলে এসেছিল কংগ্রেসের আসন সংখ্যা, সেখানে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। পরে অবশ্য এক নির্দল সাংসদ কংগ্রেসে যোগ দেওয়ায় তাঁদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। লোকসভা ভোটের পর ফের নতুন কর্মসূচি নিলেন রাহুল গান্ধি। এবার উত্তরপ্রদেশে ভালো ফলের জন্য যোগী রাজ্যে ধন্যবাদ যাত্রায় হাঁটবেন রাহুল গান্ধি। আগামী ১১ থেকে ১৫ জুন উত্তরপ্রদেশ জুড়ে হবে রাহুলের ধন্যবাদ যাত্রা। জানা যাচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্যে ৪০৩টি বিধানসভার প্রতিটিকেই ছুঁয়ে যাবে রাহুলের ধন্যবাদ যাত্রা।
গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছিল ৬২টি। সে বার কংগ্রেস পেয়েছিল একটি মাত্র আসন আর সমাজবাদী পার্টি পেয়েছিল পাঁচটি আসন। কিন্তু ২০২৪ সালে সেই ফলাফল একেবারেই উল্টে গিয়েছে। এবার বিজেপি যোগী রাজ্যে পেয়েছে মাত্র ৩৩টি আসন। আর বিজেপিকে টেক্কা দিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি ছিনিয়ে নিয়েছে ৩৭টি এবং কংগ্রেস পেয়েছে ৬টি আসন। সবমিলিয়ে উত্তরপ্রদেশে ৪৩টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। যার মধ্যে রয়েছে রাম মন্দিরের কেন্দ্র ফৈজাবাদও। অপরদিকে বারানসীতে এবার নরেন্দ্র মোদির জয়ের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১ লক্ষ ৫২ হাজারে। এছাড়া আমেঠী লোকসভা আসনে এবার বিজেপির স্মৃতি ইরানিকে হারিয়ে পুনর্দখল করেছে কংগ্রেস। যা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছে কংগ্রেস। ওয়াকিবহাল মহল মনে করছে, কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের এই উত্থান ধরে রাখতেই রাহুল গান্ধি পরবর্তী ধন্যবাদ যাত্রা উত্তরপ্রদেশে করতে চাইছেন।
Discussion about this post