বিশ্বের জনপ্রিয় টেক হাব হল সিলিকন ভ্যালি।কারন বিশ্বের তাবড় টেক কোম্পানিগুলির সদর দফতর রয়েছে সিলিকন ভ্যালিতে।সিলিকন ভ্যালিতে অবস্থিত টেক হাবগুলির সিওরা কে কি স্মার্টফোন ব্যবহার করেন জানেন?আপনাদের অনেকেই তাদের চেনেন না।
আজকের প্রতিবেদনে জানবো তাদের সম্বন্ধে।
এলন মাস্ক
টেসলা ও স্পেসএক্স কোম্পানির সিইও হলেন এলন মাস্ক।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স’র মালিকও তিনি। তিনি যে স্মার্টফোনটি ব্যবহার করেন সেটি হল আইফোন।
মার্ক জুকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এছারা টেক কোম্পানি মেটার সিইও ও তিনি।আমরা সকলেই তাকে চিনি।কারণ সোশ্যাল মিডিয়ার বহুল প্রচলিত আ্যাপ রয়েছে তার অধীনে। মার্ক জাকারবার্গ একটি অ্যান্ড্রয়েড স্যামসাং গ্যালাক্সি এবং আইফোন ব্যবহার করেন।
টিম কুক
টেক দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মানুষ টিম কুক। বিশ্বের অন্যতম ধনী কোম্পানি অ্যাপলের সিইও হলেন তিনি। অ্যাপলের সিইও হওয়ায় স্বাভাবিক ভাবেই তিনি আইফোনই ব্যবহার করেন।
ল্যারি পেজ ও সার্জি ব্রিন
গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই।কিন্তু কোম্পানির যাত্রা শুরু হয়েছিল ল্যারি পেজ ও সার্জি ব্রিন এর হাত ধরেই।তাঁরা দুজনেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন।
বিল গেটস
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। যার হাত ধরেই উইন্ডোসের পথচলা। প্রযুক্তির দুনিয়ায় অতি পরিচিত মুখ বিল গেটস। বিল গেটসের কাছে রয়েছে আইফোন এবং উইন্ডোস ট্যাবলেট।এই দুটি ফোন তিনি ব্যবহার করেন।
জেফ বেজোস
অ্যামাজনের সিইও হলেন জেফ বেজোস। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি।যার প্ল্যাটফর্ম আমাজন থেকে প্রতিদিন লাখ লাখ ফোন বিক্রি হয়। তিনি নিজে ব্যবহার করেন স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
সুন্দর পিচাই
খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই। বিশ্বের সবথেকে সার্চ ইঞ্জিন তথা টেক কোম্পানির কার্যভার রয়েছে তার কাঁধে। সুন্দর পিচাই ব্যবহার করেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
Discussion about this post