পর্যটকদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে কলকাতা থেকে চালু হল দিঘা যাওয়ার বিশেষ ট্রেন। এতদিন শিয়ালদা শাখার যাত্রীদের হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে দিঘার ট্রেন ধরতে হতো। এবার মিটবে সেই ঝঞ্ঝাট।
বাঙালির অতি প্ৰিয় সৈকত শহর দিঘা। উইকেন্ড হোক বা দুদিনের ছুটি, সুযোগ পেলেই বাঙালি টুক করে ঘুরে আসেন দিঘা থেকে। কিন্তু এতদিন দিঘা যাওয়ার ট্রেন পাওয়া যেত হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে। ফলে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীদের বাধ্য হয়েই গঙ্গা পেরিয়ে দিঘার ট্রেন ধরতে হতো। দীর্ঘদিন ধরেই তাই শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে দিঘা যাওয়ার ট্রেন চালু করার দাবি উঠছিল পর্যটক মহলে। সোশ্যাল মিডিয়ায় এই দাবিতে ছয়লাপ হয়েছে, পাশাপাশি সরাসরি রেলকে চিঠি দিয়েও এই ট্রেনের দাবি জানিয়েছেন বহু পর্যটক। অবশেষে তাঁদের প্রত্যাশা পূরণ করতে চলেছে পূর্ব রেল। আপাতত কলকাতা স্টেশন থেকে সপ্তাহান্তে দুই জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।
প্রতি শনি ও রবিবার স্পেশাল ট্রেনটি কলকাতা স্টেশন ছাড়বে দুপুর ২টো নাগাদ ছেড়ে দিঘা পৌঁছবে সন্ধ্যে ৬টা ৫০ মিনিটে। ফিরতি পথে ট্রেনটি দিঘা থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং কলকাতা স্টেশন পৌঁছবে রাত ১১টা ৫৫ মিনিটে। পূর্ব রেল জানিয়েছে এই স্পেশাল ট্রেনটি ৭ জুলাই রবিবার থেকে আগামী ২৮ জুলাই পর্যন্ত মোট ৭টি ট্রিপ দেবে। এই বর্ষায় দিঘা, মন্দারমণি বা তাজপুরের সমুদ্র সৈকতে হুল্লোড় করার সুবর্ণ সুযোগ করে দিল পূর্ব রেল।
জানা যাচ্ছে এই স্পেশাল ট্রেনে সাধারণ কামরা ছাড়াও কয়েকটি সংরক্ষিত সাধারণ চেয়ার কার, এসি চেয়ার কার এবং স্লিপার কোচ থাকবে। ফলে পর্যটকদের জন্য সবরকম সুবিধা থাকছে। যদিও পর্যটক মহলের দাবি, এই ট্রেনটি সারা বছর চালালেই সুবিধা হবে। তবে রেল সূত্রের খবর, আপাতত এই সাতটা ট্রিপ স্পেশাল ট্রেন হিসেবে চালানো হবে। পরে এটি পাকাপাকি ভাবে কলকাতা ও দিঘার মধ্যে চালানো হতে পারে। স্পেশাল ট্রেনটি কলকাতা স্টেশন ছেড়ে দক্ষিনেশ্বর, ডানকুনি ইয়ার্ড হয়ে আন্দুলে প্রথম স্টপেজ দেবে। এরপর উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশন হয়ে দিঘা পৌঁছবে। তবে এই ট্রেনটি যদি দমদম বা দক্ষিনেশ্বরে দাঁড়াতো তবে পর্যটকদের অনেক সুবিধা হতো। কারণ, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষ এই ট্রেন ধরে সরাসরি দিঘা পৌঁছতে পারবেন। ফলে খুশি পর্যটকমহল।
Discussion about this post