সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড কৈখালিতে। শনিবার সকালে কৈখালির দশদ্রোণ এলাকায় চারতলা একটি বসত বাড়িতে এদিন আগুন লাগে। জানা যায়, চারতলার ওপরে রয়েছে একটি গেঞ্জি তৈরির কারখানা। সেই গেঞ্জি কারখানাতেই এদিন আগুন লাগে। বহুতলে অগ্নিকাণ্ডের জেরে ক্ষণিকের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। বহুতলটির উচ্চতার জন্যে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। যদিও পরে ৪ টি ইঞ্জিনের চেষ্ঠায় আগুনকে নিয়ন্ত্রণে আঈনতে সক্ষম হন কর্মীরা। পাশাপাশি চারতলার বাসিন্দাদের নিরাপদে বাইরে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর।
তবে অগ্নিকাণ্ডের সময় কারখানায় কেউ ছিল কিনা, তা জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের। তবে কীভাবে বসত বাড়ির ওপরে কারখানা তৈরি হল, তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বহুতলে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু পুলিশের।
Discussion about this post