পার্থ ঘনিষ্ঠ অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। নিয়োগ দুর্নীতির জেরে বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর থেকে বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনও জামিন অধরা। এরই মাঝে অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর। সূত্রের খবর, মোট ১৬টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর মধ্যে ৩টি সম্পত্তি ইডি আগেই বাজেয়াপ্ত করেছিল। ওই ১৬টি সম্পত্তির মধ্যে কলকাতা এবং লাগোয় এলাকায় ৩টি ফ্ল্যাট এবং ২টি জমি রয়েছে। বর্তমানে পার্থ অর্পিতা দুজনেই জেলে। সূত্রের খবর, পৃথক মামলা শুরুর পর তাঁরা একাধিকবার অর্পিতাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর সম্পত্তি ও টাকার উৎস জানতে চান। আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরা করে আয়কর দফতর। আইটি সূত্রে জানা যায়, সম্পত্তিগুলি নিজের স্বীকার করলেও ওই সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে তার উৎস জানাতে পারেননি অর্পিতা। তাঁদের জেরায় পার্থর নাম নেননি অর্পিতা। জেরার সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা, আয়কর দফতর সূত্রে খবর।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post