আজ ৫ এপ্রিল সাতটি মঞ্চের ডাকে মহা মিছিল রাজ্য গ্রুপ ডি ২০১৭ ২০০৯ দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারি মঞ্চ এনএসকিউ এফ শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ নবম দশম যুব ছাত্র অধিকার মঞ্চরিক শিক্ষা কর্মশিক্ষা মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ ২০১৪ প্রাইমারি টেট একতা মঞ্চ যৌথভাবে কর্মসূচি নেওয়া হলো একটি মহা মিছিলের কলেজ স্কয়ার হইতে শহীদ মিনার পর্যন্ত
আজকের এই সাতটি মঞ্চের ডাকে একত্রিত হয়ে মহা মিছিলের একাধিক দাবি নিয়ে কলকাতার রাজপথে নামলে বঞ্চিতরা নিয়োগের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি ও সব নিয়মেই আইনি জটিলতার দোহাই দিয়ে ন্যায্য চাকরির দাবিদার দের প্রতিবাদে বিগত আট বছরের শিক্ষকের কোন নিয়োগ নেই। কভিদ কালীন অনেকেরই সময় নষ্ট হয়ে চাকরির বয়স পেরিয়েছে বয়সের ছাড়ের দাবিতে সেই সাথে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে আজকের এই মহা মিছিল। নিয়োগ দুর্নীতি দুষ্কৃতীদের অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আজকের এই মিছিল। বউবাজার ক্রসিংয়ের মানিক ভট্টাচার্যের কুশপুতুল দাহ করা হয়
Discussion about this post