শিয়ালদা স্টেশনে প্লাটফর্ম বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হবে নিত্যযাত্রীদের। বন্ধ হতে চলেছে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। ৬ জুন অর্থাৎ আগামীকাল মধ্যরাত থেকে ৯ জুন বেলা ২টো পর্যন্ত সম্পূর্ন বন্ধ থাকবে প্লাটফর্মগুলি। ১৬ টি প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবা দেবে। জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ১২ কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে। অফিস টাইমে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল। প্রায় ৩০০ লোকাল ৯ কামরার ট্রেন থেকে ১২ কামরার ট্রেনে বদলে দেওয়া হবে। প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করবে রেল। সেই কাজ সম্পূর্ন করার জন্য ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বৃহস্পতিবার রাত ১২ টা থেকে সম্পূর্ন ভাবে বন্ধ রাখা হবে। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একেবারে স্বাভাবিক পরিষেবা থাকলেও মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে ট্রেনের সংখ্যা সামান্য কমলেও যেকটি ট্রেন চলবে সব ১২ কামরা ট্রেন চলবে। যাত্রীদের অসুবিধা কমাতে। ৪ টি দূরপাল্লার ট্রেন এই কদিন শিয়ালদা স্টেশনের বদলে একই সময়ে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। তার মধ্যে রয়েছে,
শিয়ালদহ – আজমের এক্সপ্রেস
হাটেবাজারে এক্সপ্রেস
শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস
শিয়ালদহ আসানসোল এক্সপ্রেস
এছাড়াও বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে। রাজ্যকে দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার আর্জি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মেট্রো কেও একই আর্জি পূর্ব রেলের। শিয়ালদহ স্টেশনের মোট প্ল্যাটফর্ম ২১ টি। এর মধ্যে বাকি ১৬ টি প্ল্যাটফর্ম দিয়ে যথাসম্ভব যাত্রী পরিষেবা স্বাভাবিক রেখে রেল এই কাজ করবে বলে জানান শিয়ালদহ শাখার ডি আর এম দীপক নিগম।
Discussion about this post