রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিগত দিনে যে একাধিক দুর্নীতি চোখে পড়েছে তাতে কয়লা পাচার, গরু পাচার, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরসভায় চাকরি সহ একাধিক দুর্নীতির রিপোর্ট চেয়ে পাঠালো রাজভবন। তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রিপোর্ট তলব রাজ্যপালের। সংবিধানের ১৬৩ নম্বর ধারা অনুসারে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন। রাজ্যপালের দেওয়া নোটিসের অনুযায়ী রাজ্যে যে দুর্নীতি হয়েছে তা স্পষ্ট। তবে বর্তমানে তদন্ত কতটা এগিয়েছে বা কোন পর্যায়ে রয়েছে তা জানতে চাইছে রাজভবন। তবে রিপোর্ট পেশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়নি। বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে সেই রিপোর্ট রাজ্যকে পাঠাতে হবে রাজভবনে।
প্রসঙ্গত, রাজ্য-রাজভবন সংঘাত নতুন নয়। বিগত দিনে একাধিকবার রাজ্য রাজভবনের উত্তাপ চোখে পড়েছে। সম্প্রতি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। রাজভবনের পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। রাজ্যপালের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। সেই ঘটনার প্রাথমিক তদন্ত করছে লালবাজার। তবে রাজ্যপালের বিরুদ্ধে এহেন অভিযোগে রাজ্যপালকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক দল। একাধিকবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের ঘটনায় সরব হয়েছে সবুজ শিবির। সেই সময় নোটিশ দিয়ে রাজভবনকে জানাতে হয়েছিল ভোট চলাকালীন রাজ্য পুলিশ বা রাজ্য সরকার প্রবেশ করতে পারবে না রাজভবনে। পাশাপাশি রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও। এছাড়াও সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে বিগত দিনে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। এবার রাজ্যের দুর্নীতি ইস্যুতে রিপোর্ট করল রাজভবন।
Discussion about this post