রবিবার রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল।যার প্রভাবে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতা ক্যামাকস্ট্রিট, বালিগঞ্জ,পার্ক সার্কাস, পার্কস্ট্রিট, ঢাকুরিয়া ঠনঠনিয়া ,আমাস্ট্রিট সহ শহরের একাধিক এলাকায় জল জমে যায়। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ শহরতলীতে জল জমে ছিল বেশ বেলা অব্দি । যার ফলে অফিস যাত্রীরা অসুবিধার মুখে পড়েন। নানা জায়গায় রাস্তায় ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা।কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের উদ্যেগে রাস্তা পরিষ্কার করা হয়। রেললাইনে জল জমার কারণে সকালের দিকে বেশ কিছুক্ষণ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে সকাল সাড়ে নটার পর ট্রেন চলাচল শুরু হয়।পাশাপাশি মেট্রো লাইনে জল জমে যাওয়ার কারনে পার্ক স্ট্রিট থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। সকাল নটার পর দমদম বিমান বন্দর থেকে শুরু হয় বিমান পরিষেবা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ছোট বড় মিলিয়ে ৫৮ টি গাছ ভেঙে পড়েছে কলকাতায়। শহরকে জলমুক্ত করতে পুর কর্মীরা কাজ করছেন। ।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার মধ্যরাত থেকে যে দুর্যোগ শুরু হয়েছিল তা সোমবার ও জারি। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার ও চলবে বৃষ্টি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত শুধুমাত্র কলকাতায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
Discussion about this post