মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসডিও রোডের সংলগ্ন এলাকায় বিজেপির নেতৃত্বের উপর আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিং সহ জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সভার আয়োজন হয়।এদিনের প্রতিবাদের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ক্যানিং পূর্বে যে ভাবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির নেতা কর্মীদের মারধর করেছে তারই প্রতিবাদে এই সভা। এই সব অঞ্চলের ২০১৮ সালে যে ভাবে সন্ত্রাস হয়েছে তা আপনারা দেখেছেন। ২০২১ সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে স্বাধীনতার আগে বিট্রিশরা এমন অত্যাচার করেনি।পঞ্চায়েত ভোটে ৮২০ কোম্পানি দিয়ে ছিল কোর্ট অথচ একটাও ফোর্স ছিল না।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস বড় বড় কথা বলে ছিল শুভেন্দু অধিকারী কে দড়ি দিয়ে বাঁধবে।আমি এখানে এসেছি আর যাওয়ার সময় ওর ওখানে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে যাবো ক্ষমতা থাকলে দড়ি বেঁধে যেন দেখায়। সপ্তম দফায় দেশের সব বিজেপির নেতা প্রচারে নেমে পড়বে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে এমনি বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সরকার টা বেশি দিন থাকবে না আপনারা লোকসভায় বিজেপি কে আনুন।বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভান্ডারে ৩ হাজার টাকা করে দেওয়া হবে রান্নার গ্যাস সাড়ে ৪০০ টাকা করা হবে। জয়নগর লোকসভা কেন্দ্রে উন্নয়নের স্বার্থে বিজেপির প্রার্থী ডাঃ অশোক কান্ডারি কে জয়ী করুন।বাসন্তী তে রাম নবমী মিছিলে আমি আসতে পারি।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post