চলতি সপ্তাহে শনি ও রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি কিছুটা বাড়বে সঙ্গে তাপমাত্রা আরো বাড়বে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা গোটা বঙ্গে । আজ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু এক জেলায়।
ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১লা জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা আন্দামানেও। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। পূর্বাভাস মৌসম ভবনের। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার ১৭ই মে। ঘূর্নাবর্ত রয়েছে হরিয়ানা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ আসাম বিদর্ভ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সাগরে। আর এই ঘূর্ণাবর্তের ফলে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘রেমাল’।
চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরোবে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। সব জেলায় গরম ও অস্বস্তি।
শনিবার রবিবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম বর্ধমান ঝারগ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও গরমের দাপট বাড়বে চড়বে পারদ। পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি ভোগাবে। দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে।
রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধু উপরের পাঁচ জেলা নয় নিচের তিন জেলা মালদা এবং দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পাবে।
শুক্র-শনি বৃষ্টি নেই কলকাতায় । শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে । রবিবার ফের আবহাওয়ার পরিবর্তন। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধিও পেয়েছে গত দুদিন এর তুলনায়। এই অস্বস্তিকর গরমের মাঝেও রয়েছে স্বস্তির বৃষ্টির ছবি তবে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর ভ্রুকুটি থেকেও রেহাই পাবেনা রাজ্য।
Discussion about this post