একটি সুপরিচিত ব্র্যান্ড, যার এসিগুলিতে আপনাকে প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও কম্প্রেসারে 10 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
একেই হয়তো বলে, বছরের সেরা অফার। মাত্র ২৫ হাজার টাকায় দেড় টন এসি। শুনলে হয়তো আপনার বিশ্বাস হবে না! কিন্তু একদম সঠিক শুনছেন। তাহলে দেরি না করে এখনই জেনে নিন বিস্তারিত।
এসি কিনলে 5,800 টাকার বিনিময় অফার দেওয়া হচ্ছে। আপনি যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ অফারটি উপভোগ করেন, তাহলে আপনার AC এর কার্যকরী মূল্য 25,190 টাকায় নেমে আসবে। এছাড়াও, আপনি AC কেনার উপর 10 শতাংশ এবং সর্বোচ্চ 1000 টাকার ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারেন। এই ডিসকাউন্ট অফারটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দিচ্ছে।
এটি একটি 2023 মডেলের এসি যার সঙ্গে 5 ইন 1 কনভার্টেবল কুলিং রয়েছে। এতে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার কারণে এসি কম বিদ্যুৎ খরচ করে। এছাড়াও খুব একটা কোলাহল হয় না। গোদরেজ 1.5 টন 3 স্টার স্প্লিট এসির এমআরপি 45,400 টাকা, তবে ফ্লিপকার্ট ডিলে, AC 30,990 টাকায় বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।
এসি -তে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এবং ইনভার্টার কম্প্রেসারে 10 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এই এসিতে হেভি ডিউটি কুলিং পাওয়া যায়। মানে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি শক্তিশালী শীতলতা প্রদান করে।
Discussion about this post